ডিপ্রেশন!!!এ আবার কি গো?
না না এ তে আমি থাকি না,,
চলতে গেলে,,,দৌড়তে গেলে
টেনে ধরলেও কেউ পেছনে
জোট বেঁধে,, করলেও ঘৃণা
এই আমাকে,,আমাকে
না না,,ডিপ্রেশন চিনিই না।
আমার বানানো  টিয়া ময়নাকে
কাক বলে প্রচার করে,, রাখলেও পুতে মাটিতে
বলছি শুনো হাসতে হাসতে
আমি এমন হই না,,ডিপ্রেশনে যাই না।


আমার ঘরের ভেতর ঢুকিয়ে দাও ক্ষুধার আগুন
আমার কাজের বাজারে বসিয়ে দাও শকুন
আমার প্রয়োজনের মন্দিরে,,খেলাও অবহেলা
আমার মনের দাবীতে করে যাও শুধু খেলা
তারপরেও আমি ডিপ্রেশনে শুই না।


আমি উঠতে গেলে ধাক্কা খাই বাতাসে
লাঙলে চাষ করতে গেলে
লাঙ্গল চলে যায় শুন্যে ভেসে,,
দিব্যি দিয়ে তবু বলছি
ডিপ্রেশন আমি চিনিই না।


আমার বাতি যদি নিভে যায় বার বার
আমার গায়ের কাপড় যদি আমাকেই
করে বলাৎকার,
আমার সিগারেট ধোয়া যদি আমারই
শ্বাস করে দেয় রুদ্ধ।
আমার হাতের বাটি যদি
আমার মাথাতে করে আঘাত
তবুও আমি ডিপ্রেশনে বসি না।।


কভু যদি মনে হয়,,রাস্তাটা চলে যাচ্ছে দূরে,,
পাশের পাহাড়টা অযাচিতভাবে পড়ছে মাথার পরে
নদীর বুকের জল যাচ্ছে শুকিয়ে আমায় দেখে।
ঘরের ভেতর বাড়ছে কেবল উই পোকা
দেয়ালের রঙের ভেতর দেয়াল
করছ সন্ধি চোরের সাথে
যদি মনে হয়,,বিছানার চাদর
গোপনে ঘুমায় কোন প্বার্শ নালায়।
মেঝের মাটি রাত আধারে হয়ে যায় পাতাল
যদি মনে হয় ফ্রিজের ভেতরের মাছ
সহসা হয়ে যায় ভয়ংকর  সাপ,,
বিশ্বাস করো তবু আমি ডিপ্রেশনে নামি না,,।


আমি ডিপ্রেশনে নামি না,,,
যদিও আমার দেখানো পথে
হেটে হেটে কোন ছাগল হয়ে যায়
মাংস খেকো সিংহ আমারই সম্মুখে,,।
যদি কোন তবলা,গীটার,মৃদঙ্গ কিবা বাঁশী
আমার হাতের আদর পেয়ে পেয়েও
আমাকেই শুনায় না গান,, কৃপা করে।
যদি কোন ফুল হঠাৎ করে হয়ে যায় কাটা
মুখের সম্মুখে
তবু আমি ডিপ্রেশনে যাই না।


বাঁচার যুদ্ধে বাঁচতে এসেছি
এসেছি মৃত্যুকে দিতে  মৃত্যু,,
এ যে কেবল আমার সাধনা,,।।
আমি হারিলেও জিতি,না হারিলেও হারি
আমার সাথে আমার  নেই কোন ছলনা,,
তাই আমি কারো চাপিয়ে দেওয়া ডিপ্রেশনে মাতি না।
জীবনটাকে ইচ্ছে করে অন্যের গোয়ালে বাঁধি না।।
বিষ সাগরে ভেসে ভেসে বিষ পান আমি করি না
নরকে বাস করলেও আমি
নরককে  খাওয়াতে সুধা,,,ভুল যে কভু করি না।
আমি ডিপ্রেশনে থাকিই না।


############
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১৬/০৬/২০