প্রতিবাদ করতে গেলেও কি
আতর ধর্ম,, গোবর অধর্ম হয়ে যায়?
অন্যায় কে অন্যায় বলতে গেলেও কি
পুষ্প বিশ্বাস, অবিশ্বাস হয়ে যায়,,,?
কালোকে কালো বলার দায়ে কি
আলো ইমান, তম বেইমান হয়ে যায়,,
নষ্টকে নষ্ট বলার জন্য কি
স্বর্ণ অনুরাগ,পিতল বিরাগ হয়ে যায়,,?
অসভ্যকে অসভ্য বলার দায়ে কি,,,
সত্যটাই মিথ্যে হয়ে যায়,,
শয়তান কে শয়তান বলার প্রেক্ষিতে
সাধু কি সাধুত্ব হারায়,,।
ধর্ষকমন্যদেরকে ধর্ষক বললে কী
সবাই,,,সবাই,,সবাই,,, কাফের বনে যায়?
তাহলে
অধর্ম কাকে বলব?
অন্যায় কাকে বলব?
কালো কাকে বলব?
নষ্ট কাকে বলব?
অসভ্য কাকে বলব?
শয়তান কাকে বলব?
ধর্ষক কাকে বলব?
মূর্খ কাকে বলব,,,?


আমাকে?
যে এত সব ভয়ের কারনে
বোবা,কালা,অন্ধ তাকে,,,?
হ্যা হ্যা তাকেই,,,
যে বিশ্বাস করেছে এমন অবিশ্বাসী
তাকেই,,
তাকেই বলব অসভ্য, শয়তান,ধর্ষক,মূর্খ.....!