একটা স্বপ্ন,,,না না বেশি বড় নয়
ওই ধরো,,স্বপ্ন টা লুকিয়ে থাজে
আমার টেবিলের উপর টেবিল ল্যাম্পের নিচে।
স্বপন্টা ঘুমিয়ে থাকে সেল্পের বউএর ভেতরের ভাজে,,
মাঝে মাঝে আমি স্বপ্নটাকে আমার ঘরের মাটিতে
গড়াগড়িও করতে দেখি,,
আবার কখনো দেখি শিলিং ফ্যান ধরে ঝুলছে।
আমি স্বপ্নটাকে আমার ঘরের ছাদে বসে চা খেতে দেখি পড়ন্ত বিকালে,,
আবার মধ্য আকাশে ঘুড়ি উড়াতে দেখি,, হেসে হেসে।


আমি এই স্বপ্নটাকেই লালন করি কখনো আমার
জলের পেয়ালার ভেতরে,,
আবার কখনো আমার খাবারের সাথে ঘুলিয়ে খাই।
তবে যাই করি ঘুমাই কিবা জেগে থাকি
আমি আমার স্বপ্নটাকে নিয়েই বাঁচি,,
যেমন ভাবে বাঁচি,,আমি,,  আমি হয়ে।