তোমার কাঁধ বেয়ে যে চুল  নেমে গেছে নিচে
সেথায় আমাকে একটু বসতে দিও,,,
আমি নানান রকমের প্রজাপতির করি চাষ,,,
সেথায় তাদের বিচরণ করিয়ে মিলিয়ে দেখব,,
আমার প্রজাপতি প্রজাপতি তো?
নাকি ভুল করেই আমি ভেবে নিয়েছি মনে মনে,,
অনেক স্বর্গেই আমি কেবল ইন্দ্ররাজ,,
নাকি ভুল করে ভেবে নিয়েছি আমিই হলাম
আজকের জুলিয়েট কিবা সিজার।


আমার চোখ বেয়ে স্বপ্নের ঝর্ণা ঝরে ভালবাসার জলে,,
আমার হৃদয় কাননে বাশ ফুলের মত আশা ফোটে
প্রেমের অহংকারে,,,
আমি সেই অহংকার,সেই জল ছিটয়ে দিব,,
তোমার চলার পথের বুকের ঘাসে,,,
দেখি কতটা ফুল  হয়ে ফোটে সেসব
কতটা কাল ধরে,,,
সত্যি বলছি কাঁধ বেয়ে চুলে বসতে দিও,,,
ছেঁকে নিব প্রেম,,
প্রেমের ছোঁয়া নিয়ে।