আজ তো হয় নি,,,
তবে কাল,,হ্যা নিশ্চিত আগামী কাল
যখন সূর্যের সাথে সূর্যের হবে কথা,,
বিধাতার আদালতে হবে বিধাতাদের বিচার
ঠিক তখনি
হয়তবা আমার মাথার চুল
বয়স তখনে
ভেঙ্গে ছেড়ে যাবে ক্যালকুলেটর ,
নদীর সাথে সাগরের মিলিত হবার
এক সত্য প্রয়াস
ঠিক তখন,,,,,হ্যা হ্যা ঠিক তখনি,,
এই ধরিত্রীর মাটি হতে জন্ম নিবে শুধু
অমৃত মুখী ফুল,,,
মানুষের গায়ে থাকবে মানুষেরই গন্ধ।
বাজারের পথে পথে বাজার মিলবে না
মিলবে এক সত্য যুগের তথ্য চিত্র।


যে মন্দ আর নষ্টের জাহাজের বেশ গতি,,,
সেই ক্ষুদ্র হতে বিশাল নৌপথে,,,
সেই জাহাজ নিজে নিজেই ডুব দিবে জলে,,,
ডুব দিবে শ্মশানের বাজনা শ্মশানেই
ডুব দিবে ঘরের ভিতর হাজতি ঘর
চৌকাঠের পাশ থেকে সরে যাবে ধুলো
রসুই এর ধোয়ায় সাথে বেড়ে যাবে
গন্ধরাজের পবিত্রতা।


আলমারীর মাঝে আবদ্ধ পোশাক গুলি
পছন্দ মাফিকে বেছে নিবে দেহ,,,
সিলিং ফ্যানের সাথে চুক্তিতে নামবে
বাইরের ঝিরিঝিরি মিষ্টি বাতাস।
তোয়ালের প্রতি গায়ে ঈশ্বর স্বয়ং এসে
এঁকে দিবেন চুম্বনের চিহ্ন।
মনের যে থার্মোমিটার সদাই করে জ্বালাতন
সেথায় শান্তির পথ্য হাতে বুদ্ধ আসবেন চলে,৷  


আজ থেকে ঠিক এত বছরে পরে
যত বছর পর
মানুষ হবে পূর্ণ মানুষ,,,
আপনি চিনে আপনারে।