বিদায় নিচ্ছ? নাও,,
এভাবে কত কিছুই তো নিয়েছে বিদায়,,,
কত কিছুই গিয়েছে ভুলে,,
তার আগমনের পুরুনো দিন,,,।
ভুলে গিয়েছে,,,তার আসনের সীমারেখা
আমার সীমারেখা না হলেও,,,
তার চিহ্ন কভু আমার আনন্দের
কভু আবার বেদনার,,,


কভু তাকে নিয়েই শুয়েছি স্বপনের বিছানায়,,,
তাকে নিয়েই দিয়েছি ঝাপ ইংলিশ চ্যানেলে,,,,
আমি তাকে নিয়েই প্রতিদিন করেছি বরণ
সীতার অগ্নিস্নান,,,।
তার হাত ধরেই হেটেছি,,,
তার ঈশারা মতই নেচেছি,,,
জেগেছি,শুয়েছি,,,,চলেছি,,,,
অথচ কত সহসাই না ভুলে যাচ্ছ সে
চলে যাচ্ছে স্মৃতির বাসরে!
অতীতের পাতায় অমর হয়ে নিচ্ছ আসর,,
তাদের মতই।
যাদেরকে,,,,,দেখেছি গত প্রতিটি পঞ্জিকায়,,
বসে আছে কেবলি নাম নিশানার অনুভুতি হয়ে,,
তাদের মতই এও বলে যাচ্ছে
এ শুধু সংখ্যা নয়,,, বধুর শাড়ির সুতোর মত।
এ তোমার সাথে মিশে তোমাকে নিয়েছে দখলে,,,
প্রতি রাতে তোমাকে নিয়ে যে ঘুমিয়েছে
প্রতি দিনে তোমাকে নিয়ে যে জেগেছে
আর তুমি,,ধীরে ধীরে দূর থেকে শুধু দেখেছ,,
আর ভেবেছ,
এ আরেকটু লম্বা হল ফিতা ক্যাসেটের,,
এ আরেকটু চিত্র ধারণ হলে বিচিত্রের,,
কিন্তু শেষ হল না আজো নতুনের আগমনের,,,
শেষ হল না কিছুই চুড়ান্ত বদল আহবানের,,
শেষ হলোই না কিছুর,,,
তবু বিদায় হল পুরাতনের,,।
বিদায় হল তার,,
আসিছে এমনে যে আরেকবার।
শুভ নববর্ষ নামের  
গণন চমৎকার।