পাহাড় থেকে গড়িয়ে পড়া জল
তা পাহাড়ের দুঃখ কিনা,,
তা আমি সবুজ ধান ক্ষেতে বসে
ভাবতেই পারি না।
পাতালের সুপেয় জল পান করে করে
জানতেই পারি না কতগুলি পাথর
লুকিয়ে আছে মাটির ভেতরে!
কতটা দূরত্ব তৈরি করে
উড়োজাহাজ উড়ে যায় আকাশে,,,,
তা উড়োজাহাজের ভেতরে বসে
বুঝতেই পারি না।
বুঝতে পারি না,,,,
না না এমনকি চাইনা বুঝতে
হাড়ি কতটা উত্তপ্ত হলে, উনুন অনলে
সিদ্ধ হয়ে চাল,
খাদ্য রূপে চলে আসে অন্নভোজনে।


এই রূপের রূপ দেখতে দেখতে
চিনতেই পারিনা তা নিজেরই মাঝে!
কতটা অভিনয় পাকাপোক্ত হলে
নিজের শ্রাদ্ধের মঞ্চেও
হাসি হেসে যায় অভিনেতা,,
চোখের জলকে করে দিয়ে রসিক বৃষ্টি
মরুভুমির দেশে দেশে,,,


আমি আয়নার সামনে দাঁড়িয়ে
যাকে দেখি,যাচ্ছি দেখে দিনশেষে।
তাকে কেন পাইনা খোঁজে
আমার নিত্য পাশে?
################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২৮/১১/২০১৮