বেকারদের মুখ কেউ দেখতে চায় না,,
এমনকি আয়না,,,সেও ধুর ধুর করে তাড়িয়ে দেয়,,,
পত্র হীন যে বৃক্ষ বেশ দাঁড়িয়ে,,,
সেও চিল ঢেকে এনে চঞ্চু দিয়ে অপমান করায়,,,
যার হাতে ভিখারীর থালা নেই। কিন্তু ভিক্ষে আছে,,,
সেও, সেও থু থু ছুড়ে দেয় চোখ দিয়ে,,,
সবচেয়ে বিশ্বস্ত মুখ,,সবচেয়ে বিশ্বস্ত হাসিও একদিন
চাপাতি দিয়ে কাটার মত
বুকটা কেটে রক্ত পান করে যায় সহাস্যে,,,
বেকার বেকার বলে বাচ্চা ছেলেদের দল নয়,,
বুড়োদের দল মিছিল দেয় পেছনে,,,
সরে যায় সামান্য মাটি পা হতে,,
আকাশের মাঝে শ্মশান চিহ্ন তুলে দেয় বিধাতা,,,
ঘরের হাড়িতে ঘৃণা ছাড়া আর কিছুই হয় না রান্না,,,
সমস্ত অপবাক্য উপদেশ হয়ে ঝুলে আমার সম্মুখে,,।
যেমন টি ঝুলে জীবন্ত লাশ মড়া কোন গাছের কাঠে।