ছেলেকে বুকের দুধ কি একটু কম দিয়েছিলে মা,,
এই ধরো বাড়ি ভর্তি কাজ,,,
হাতের উপর চলন্ত সিড়ির মতন,,
শুধু কাজ আর কাজ,,,
এর ফাঁকে কোন জানোয়ার এসে,,,
দুধ কি ঢেলে দিয়েছিল তোমার এই ছেলের মুখে?


হয়ত তখন তুমি মাতৃহৃদয়ে কোন অসুরের পূজা করেছিলে এক মনে,,,
সমাজে বাস করো এমন পূজা হতেই পারে,,,!
তাই বলে এমন ছেলে...
ও ছেলে দেখে বনের জীব জন্তুরাও করছে আত্মহত্যা।


মা গো তোমার ছেলে যেদিন
তোমার গায়ে তুলেছে হাত,,,
সেদিন হতে পৃথিবীর সব ডিম হয়ে গেছে নীল,,
সব মায়ের গর্ভে শুধু সাপ আর সাপ,
ঠিক সেদিন থেকেই দেয়ালে ঝুলানো
স্বর্গের ছবিতে নরকের মেঘচ্ছায়া,,
ঈশ্বরের চেহারায় বিলাপের স্পষ্ট চিহ্ন
মাগো,একেও কি তুমি সন্তানই বলবে?


হয়ত তুমি আজও তাকে সন্তানই বলো
কিন্তু আমি,,আমি এই নরাধম,
আমি কি লিখব,,?
আমি কি লিখব ওর হাত আছে,পা আছে,
বিবাহিত বউ আছে,সংসারে তার বীর্য খেলা আছে,
অতএব সে মানুষ,,,বৃদ্ধি পাওয়া মানুষ,,
ইদুরের মত বেড়ে য়াওয়া মানুষ,,
আমি কি উঠানে বসে,,
এমন ছেলের কথাই লিখিব পুথিতে?
পাশে হয়ত তখন বৃষ্টির সাথে নেমে আসবে বিষ,,,
আমার কলমের ঠিক পেছন হতে,,
বের হবে ভুত প্রেতের শ্বাস,,,


মা আমি কি এই ছেলের জন্যেই
তোমাকে আবার মাটি হতে বলব,,,
আবার তুমি বীজ ধারন করবে বুকে,,,
হাজার জন্মের সাক্ষী হবে পৃথিবীতে,,,
নাকি আমি এই ছেলের জন্য
তোমাকে খুনী হতে বলব,,,
আতুর ঘরের খুনী,,,
যে মা প্রসবের সাথে সাথেই,,
গলায় পা দিয়ে জঞ্জাল মুক্ত করে দেয়
এই সুন্দর তম পৃথিবী।
এই স্বপ্ন বিলাসী পৃথিবী,,
আশা ধরে রাখার পৃথিবী।