টিভি খুললেই জীবন্ত লাশেরা
হুরহুর করে প্রবেশ করে মৃত ঘরে,,।
পত্রিকার পাতার অন্তরে লাশের মহা বিচরণ
জেগে উঠে আপন অভিসার আড়ম্বরে।
বাতাসের মাঝেও লাশেদের চাঞ্চল্য ভাষা
উৎসব উৎসব খেলে কভু অনলাইন
কিবা অফলাইনে।


এর মাঝে জানালা খুললেই দেখি এক দল লাশ
দাঁড়িয়ে আছে নীল নীরবতায়,,সামান্য দূরে।
চৌরাস্তার মাঝে সহস্র লাশ
বসে আছে ইন্দ্র ধ্যানে,,ঠিকানার অপেক্ষায়।
আর কিছু লাশ যেন আমার দুয়ারে ঠিক সম্মুখে,,
লাশ কথা বলছে ফেরিওয়ালা ফেরির সুরে সুরে।


মহাসড়কের প্রতি ইট পাথরের কোনায় কোনায়
লাশেদের,,, মিছিল চলছে গৌরবে,,
যে মিছিল কখনো চলে গেছে স্পেনে,,
কখনো বা লন্ডন কখনো বা আমেরিকার গৃহকোনে।
যে মিছিলের পদধ্বনি শুনতে পাই
ভারতবর্ষের পাতাল হতে আকাশে।
যেথায় দেখতে পাই রাজনীতির মৌলবাদেরা
সিন্দুক হতে  বের করছে সহস্র বছরের পুরুনো লাশ
পরম জ্ঞান্য চানক্য মনে।
যেখানে  গুনের চেয়ে,, পচনের গন্ধ বেশি
ভাবনার চেয়ে,, নোলকের জোর বেশি
বিষের চেয়েও,, আপন বিষে আত্মহত্যা বেশি।
ঐক্যের চেয়ে অনৈক্য প্রেমটাই বেশি।


বেশি বেশ কুসংস্কার পূজনে
বেশি বেশ বিদ্যুৎ আলোয় ভুতের তোষণে,,
যে তোষণে তোষণে লাশ হয়ে আছে চোখ
লাশ হয়ে আছে মন
লাশ  হয়ে আছে রাজার আসন,
লাশ হয়ে আছে তোষণ প্রেমে সেকুলার ভাষণ।


তাই আজ বলছি আপন ঘরে আপনি বন্দি হয়
লাশ আসছে ভালবাসায় ধেয়ে
লাশ আসছে ঘৃণায় মুড়িয়ে
লাশ আসছে পৃথিবী অভিধানে
লাশ আসছে বেঁচে থাকার প্রতি গানে গানে।
লাশ  আসে,আসছে অন্ধ বিশ্বাসের হাত ধরে
জীবনের চাক্ষুস ময়দানে।


লাশ ছিল,আসবে
মিথ্যুকের নানান বয়ানে বয়ানে।