তোমার ডান পাশের গালে যে
মুক্ত আকাশের তারার মত
এক স্বাধীন হাসি লেগে আছে,,,
তা কি আমার কাছে বিক্রি করতে পারো,,,
শুনো এর দাম আমি তেমন কিছু দামী
না দিতে পারলেও,,,
ভেবেছি এক বিকালের অবসর মগ্ন সময় দিব,,
সন্ধ্যার তারাদের সাথে আলাপনের আনন্দ দিব,,
দিব আমার কুঞ্জ কল্পনার সকল বিহবল পাখি,,
আমি রাতের আঁধারের চাঁদের উকি ঝুকি
বিলিয়ে দিব তোমার সমস্ত গায়,,
তোমার পড়নের যে শাড়ি তাতে নামিয়ে দিব
আমার স্বপ্ন রাজ্যের সেই সমস্ত পরী,
যাদের আক্রমনে আমি প্রায় প্রতি রাত নির্ঘুম,,


আমার প্রভাতে যে আলোক বিন্দু উচ্চাশার মত
আমাকে করে প্রাণ দান,,
আমি তাই তোমাকে দিব,,একেবারেই দিব।
তারপর সেই ভোরের ভীর পথ ধরেই নেমে যাব
জীবনের ধারালো সংগ্রামের সংকটে।
তোমার ডানপাশের গালের বাকা হাসি
ততদিনে চলে যাবে নাত বামপাশে?