আজ চারদিকে ঘুমের নগরীতে শুধু
ঘুম আর ঘুম,,,
জেগে নেই রাস্তার বাতিটুকু।
জেগে নেই ঘর,প্রাসাদ,কুটির কোনকিছুই।
এমনকি যে গ্রন্থাগারকে বলা হয় দেবদূত
সেও আজ সরিষাতেল ঘুমে,,,
এক রতি সময় নেই তার চোখ মেলে তাকাবার,,,।
যে বট বৃক্ষ,,তারও যেন নেশার মত ধরেছে ঘুমে,,
যাকে লোকে চশমা বলে,,সম্মানে মাথা করে নত
গর্ত হতে কোন গর্তে যে আছে লুকিয়ে
তা জানাই এক মহাকাব্যিক উপন্যাস।
অন্ধকারে যে গৃহ হয় আরও অন্ধকার
সেই গৃহ উচ্চ স্বরে বলে
ঘুম আরও দরকার।ঘুম আরও দরকার।


ঘুম দরকার এখন ভদ্রস্থ তোতা কিবা ময়নার
ঘুম দরকার এখন বিড়াল কিবা বাঘের
ঘুম দরকার এখন শিয়াল কিবা কুকুরের,,
ঘুম দরকার এখন ভেড়া কিবা হরিণের
ঘুম দরকার এখন পাতাল কিবা আকাশের
ঘুম দরকার এখন নদী কিনা নালার
ঘুম দরকার এখন জনতার
ঘুম দরকার এখন রাজার
ঘুম দরকার এখন তোষণ সাম্প্রদায়িকতার।
ভাইরাস প্রেমে মত্ত
বর্বর বিশ্বাসীর, ওই লালসালুর গ্যাং
ভাইরাস জ্ঞানে চালাচ্ছে যে এখন ভাইরাসী কারবার
মিথ্যার অতল সাগরে ডুবে ডুবে সাবলীল অভ্যাসে
মিথ্যায় মিথ্যায় রচিছে আপনার
ভাইরাসি ফতোয়ার মজিদি সংসার ।


তাই তো ঘুমাতে হবে পত্রিকা,,,
ঘুমাতে হবে টিভি কিবা রেডিও
ঘুমাতে হবে ফেসবুক সহ অনলাইন
ঘুমাতে হবে লাটি,ঘুমাতে হবে জিহাদ
ঘুমাতে হবে অনুভূতির সুরসুরি
ঘুমাতে হবে নাসির নগর,ঘুমাতে হবে রামু
ঘুমাতে হবে উগ্র চন্দ্রমুখী পঙ্গপাল
ঘুমাতে হবে সভ্যতার অভিশপ্ত কাল,
ঘুমালেই যে বিষবৃক্ষ আপনার বিষে বিষে
তিলে তিলে গ্রাসিবে সাগর, গ্রাসিবে নগর
গ্রাসিবে সকল বসতি,
ঘুমালেই সকল মিথ্যুকের বেড়ে যাবে
সত্যিকারের স্তুতি।


বেড়ে যাবে পথ,,বেড়ে যাবে আশা
জাগিবার শর্ত আন্দোলনে,,
নাস্তিক বল আর মুক্তমনাই বল
যেই শুনিবে মুক্তো ছড়াচ্ছে বনে,,
ওমনি সকল মৃত আত্মায় ফিরিবে প্রাণ
অসভ্য ঘুমের চোখে।
দলে দলে নড়ে উঠবে ঘুম
মুক্তমনা হানিবারে,,।
লালসালুতে নিদ্রিত জনতা চোখে মেলে
"পাক সাদ জমিন সাদ বাদ" রোধিবারে।
নতুবা
ঘুম যে কেবল মজিদ বিলাস
মজিদ পথ প্রসরণ তরে।