সেখানেই আমি ভাল ছিলাম,,,
যেখানে তুমি ছিলে না,,,
তোমার মত ক্ষয়ে ক্ষয়ে ঠিকে থাকা
শক্ত লোহা,পাথর কিছুই ছিল না,,
অবলা গরুর ওলান হতে,,
দুধ চুরি করার মত এত সাধু হাত ছিল না,,
ছিল না ডাস্টবিন কে ডাস্টবিন করার জন্য
এত থুথু ভরা মুখ,,!


হ্যা আমি সত্যি ভাল ছিলাম,,
সেই কাদা মাখা মাটির পথে,,
আমার মাথা ভর্তি উকুন ছিল,,
কিন্তু পরশি ভর্তি শকুন ছিল না,,।
আমার আশে পাশে ভেক ধারী
সাধু সাজা চোর কিবা মুখোশময় সন্ন্যাসী ছিল না,,,।
ছিল না তেমন কোন পন্ডিত,,
যারা কেবল পুস্তকের নিয়ম বুঝে,,
কালির জীবন  বুঝে না,,।
নিজের পায়ে হাটা বুঝে,,
অন্যের পায়ের পাতাই চিনে না।
আমার আশে পাশে সত্যই কুকুর ছিল,,
খাবারের ভাগ নিয়ে আমাদের মধ্যে
যুদ্ধ হত সরাসরি,,
ভীষণ যুদ্ধ
কিন্তু এমন ভনিতা ভর্তি হিংসা ছিল না,,।


না না ছিল না এমন কিছুই ছিল না,,
দালান ছিল না,,গাড়ি ছিল না,,
অনলাইন,,অফলাইন কিছুই ছিল না,,।
সেখানকার বাসিন্দারা,,
মানুষ ছিল কিনা,, জানি না
তবে তোমরা ছিলে না,,।
তোমাদের মত এত শুদ্ধ ভাষা ওদের ছিল না,,
কিন্তু শুদ্ধ একটা মন,,তা ছিল,,
ওদের চোখে সত্যি জল ছিল,,,,
ওদের মুখে সত্যি হাসি ছিল,,
কোথাও কোন সত্যের অভিনয়ে
মিথ্যার চাষ ছিল না,,


ঘরের ভেতর পাহাড় ছিল
পাহাড়ের ভেতর,, এত এত ঘর ছিল না,,
আগুনের পাশে জল ছিল,,
কিন্তু জলের পাশে এত আগুন ছিল না,,
সত্যি সেই ফুটপাতে পাশে জীবন ছিল
কিন্তু জীবনের পাশে
এত ফুটপাথ  ছিল না,,
ছিল না,,।
এত অসহ্য ঘৃণা,,হিংসার
ফুটপাত ছিল না।


###########
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৪/০৯/১৯