খুব সহজেই বললে আমি মিথ্যেবাদী
হ্যা মিথ্যে বলছি তোমায়,,
তুমি আমার কাননে কোন বৃষ্টি নিয়ে আসনি,,
আমার ঘাটে নেওয়া কলস,,অপলকে ভেঙ্গে দাও নি৷
আমাকে সবার সামনেই বলনি
হ্যা,গো তোমার পায়ের আলতা টা বেশ হয়েছে,,
যে মাটির বুকে এর চিহ্ন দিয়ে যাচ্ছ
তার মত যদি একটু কপাল নিয়ে জন্মাতাম,,


জানো বিন্দু এর পর থেকেই আমার মিথ্যে বলা শুরু
আমার সমস্ত চেতনায় মিথ্যে আর মিথ্যে,,
আমি আয়নার সামনেও দাঁড়িয়ে বলি মিথ্যে
আমি গোপনে তোমার চিঠির উপর,,
চোখের রঙ লাগিয়ে বলি মিথ্যে,,!
আমার হাতের কাছে যে বালিশের নরম জগত,,,
তাকেও জড়িয়ে ধরে বলি মিথ্যে,,
আমি মিথ্যে বলি,,,বিন্দু আমি মিথ্যে বলি,,
বাড়ির বাইরে হতে বনফুলের যে গাছটা
লাগিয়ে দিয়েছিলাম ঘরের ভেতরে,,
তাকেও মিথ্যে বলা শিখাই,,,!!
আদর করে আবদারে আবদারে শিখাই,,নানান মিথ্যে,,
ঐ তো শুনো আমাকে দেখেই,,
ফেরিওয়ালারাও বলছে
কিগো লাগবে নি আরও মিথ্যে,,,মিথ্যে
যে বাচ্চা গুলি মাঠে করছিল খেলা,,
তারাও আমাকে দেখেই বলল সমস্বরে,,
আমরাও তোমার মতই মিথ্যে খেলছি মিথ্যেবাদী!!!


বলত বিন্দু এতগুলি মিথ্যে আমি
কোন সাগরের বুকে সলিল সমাধি করি,,
এতগুলি মিথ্যের মাঝে তোমার মত এক সত্যবাদীকে
কেমন করেই বা আলাদা করি,,.
কেমন করে বলি,,
দোয়াতের বুকের কালি,,,আর কলমের কালি
এক নয় বিন্দু,, এক নয়!!!