রহস্যের মৃত্যু না হয় আমার,,,এখানেই হবে
ঘরের ভেতর যে ব্যাবিলনীয় খাট আছে
সেটাই না হয় আমার মৃত্যু হবে।
আমি যে সিন্দবাদ হাড়িতে ভাত খাই
সেই হাড়িই না হয় আমার মৃত্যু হবে।
আমার যাযাবর পায়ের তলের সমস্ত মাটি
সেও না হয় আমার সুন্দর মৃত্যু হবে,,।
মৃত্যু হবে আমার আকাশ
আমার ভালবাসার ফুল,,
আমার পিপাসার জল,,,


তাই বলে,,এই মৃত্যু ভয়ে পালিয়ে যাব,,
খেলার মাঠ হতে ফিরে যাব ঘরে?
যুদ্ধের ময়দান হতে,,চলে যাব আতুরে।
না মৃত্যু না,,,
না মৃত্যু না,,,
যে ভালবাসার নিবাস রেখে দূরে
বেঁচে আছি আনন্দ সারম্বরে
সেথায় মৃত্যু নিয়ে ফিরব না
অবহেলা করে,,,উপরের ছাদটারে।
মৃত্যুর ঠিকানা চেনাব না
ভালবাসার নাড়িটারে।


মরিব হেসে যুদ্ধ প্রবাসে
তবু ফিরিব না স্বদেশে
মৃতু আমার একান্ত আপন
শুরু কিবা শেষে।
ভাল থাকুক স্বদেশে
আমারও নিঃশেষে।।