কোথায় বসে আছ মুন্নী,,
তোমার পাশে কি আর কোন
স্রোতস্বিনী আছে,,
কিবা বাতাসের বুকে কি
তোমার জন্য আর কোন বাতাস
লুকিয়ে হলেও আছে,,?


নাকি চারিদিকে পিপীলিকা হতে
আকাশের শকুন পর্যন্ত,,
বিচার চাই,, বিচার চাই শব্দে মুখর,,,
ও মুন্নী,,তুমি কি সত্যি অপরাধী
নাকি অপরাধের শিকারে
রাহুময় অপরাধিনী,,!!
খুব জানতে ইচ্ছে করে,,
তোমার কি আয়না দেখতে আর
ইচ্ছে করে না,,?
কপালে লাল টিপ দিতে,,
কিবা বাজারের সর্বোচ্চা দামী আতর টা
গায়ে লাগাতে,,,
কিন্তু কার জন্য লাগাবে তুমি?
কেইবা দেখবে তোমার সুন্দর মুখ,,,


সবাই যে বিশ্বাস করে নিয়েছে
প্রকাশ্য চিত্র দেখে,,,
তুমি হলে রাজ্যের সব অসুখ,,
সব অসুখ!!
কিন্তু,,তুমি ই,বল,,
আকাশে উড়ে যাওয়া পাখি গুলির
সব পাখি কি দেখা যায়,,,
এইত আমার ধারে অনেক বড় একটা
পুকুর দেখছি,,
কিন্তু তার তলদেশ,,তার নরম কাঁদা মাটি!!
তা দেখতে গেলেও তো,,
পুকুরে নামতে হবে,,
জলে ভিজতে হবে,,,


কিন্তু এখন আর নামবে কে,,?
জলে ভিজবে কে,,,?
রাজদরবারের ফটকে লেখা হয়ে গেছে
তোমার নাম,,লাল চিহ্নে,,
সবুজ বর্ণ  আর ভাববে কে,,?


স্বামীর খুনীর বন্ধু যে ছিলে তুমি
তোমার কপাল রেখা,,
আর পড়বে কে?
ও মুন্নী ভালো থেকো,,,
পেট ভরে খেতে যাচ্ছি,,,,
ঘুমানোর সময় ডাকল যে আমাকে।