কেন এমন হয়ে গেল,,,
খুব তো কাছের মানুষই ছিল।
তিলে তিলে দূরে,, অনেক দূরে গেল যেজন
সে তো আমার আত্মার পরিজ,,ন।
কথা কি ছিল কভু নদীর ভাঙ্গা পাড়ে বসে
কথা কি ছিল কভু ডাল কাটা পাতার শিষে
বিচ্ছেদ হবেই হবেই সুজন!!


না না,, ভুমিধসের ইতিহাসে এমন চুক্তি কোথাও হয়নি,,
দাবানলের পূর্বলগ্নে এমন কথা কোথাও হয় নি,,
হাত হিতে পড়ে যাওয়া মাটির ঘটি
ভেঙে যাবার নিয়মে,,কোথায় বলে নি
সে ভেংগে যাবে,,,


অথচ তাই হল,,,
যা হবার নয়,,,,তাই নিয়ে এল
যা হবার কথা,,
কাছের মানুষ দূরে গেল
নীরবতার হাতে লয়ে
সব সরবতা।