পত্রিকা পড়ছিলাম,,,শিরোনাম,,,
ভারতের গরুর গুতোতে বাংলাদেশি নিহত,,,,,
চিনির বস্তা আনতে গিয়ে নিহত আরো দু দেশী!!
সীমান্তে অহরহ গুলি আর গুলি,,রক্ত আর রক্ত!
টেবিলের উপর চায়ের রঙটার সাথে
রক্তের রঙের ব্যবধান বেশি কিছু মনে হল না,,,
কোথাও যেন বুলডেজার দিয়ে মাটি খোদাই করা হচ্ছিল,,আর যার তরঙ্গে কেঁপে উঠছিলো,,
আমার ঘরের সমস্ত ইট পাথর আর সিমেন্ট,,,
কবি মানুষ,,,কবিতা চলুক আর না চলুক,,
বিবেকের টানে কলমের ভেতর কভু
বৃন্দাবন ঢুকাই কভু বা কুরুক্ষেত্র,,
আবেদন যদিও বেশ সিরিয়ার রক্ত হোলি ঢুকাতে,,
আমি বরাবর সেথায় আমার তুর্কি নাচন দেখিয়েছি,,,
গুরু তেজ বাহাদুরের কাছ থেকে দীক্ষা নিয়েছি,,,
তাই কুরুক্ষেত্রের তীরই ঢুকালাম কলমে,,,
ভাবলাম এর একটা ভীষণ মণিপুরের উলঙ্গ প্রতিবাদ হোক,,,
ক্ষুধার্ত উদরে খাদ্য পরিহার করুক খাচার বাঘ,,,
কিন্তু একি,,,ঠিক এমন সময়ে ভেসে আসলো আওয়াজ,,,রংপুর হতে,,,,,
রক্তের দেশীয় আওয়াজ,,
ব্রাহ্মণের থালায় ব্রাহ্মণের মাংস তুলে দিচ্ছে
নির্বাচন মুখী যজমান,,,
পত্রিকার পাতায় তখন মাঝ রাতের নীরবতা,,,,,
আওয়াজ আসলো,,,
অভয়নগরের দাওয়াত রোগের
বিষক্রিয়ার আরবী পাকভূমি রূপ,,,,!!!
পত্রিকার পাতা তখনো বাসর ঘরের ফুল শয্যায়,,,(?)
কোথাও যেন কিছু হয়নি,,,সব ঠিক আছে,,,
সব ঠিক চলছে,,,,
এখন শুধু ঘুমানোর সময়,,,।পদ্মার ইলিশ খেয়ে ঘুমানোর সময়,,কলকাতার রসগোল্লা খেয়ে ঘুমানোর সময়,,,
আমিও ঘুমালাম,,,,ইচ্ছে করেই অনশন উদরে ঘুমালাম,,,
ওমা একি,,,ভুল করে সরস্বতী দেবী আমার ঘুমের মন্দিরে,,,,।
দণ্ডবৎ করলাম হংসবাহিনী দেবীর চরণে,,,
বললাম মা,,,,পত্রিকার অফিসে না গিয়ে এখানে,,,,?
কলকাতার সাহিত্য মেলায় না গিয়ে  এই পথে যে?
বিশ্ববিদ্যালয়ে বড় বড় গবেষক,টিভি ভর্তি আবৃত্তিকার,
সঙ্গীতশিল্পী,,,, তাদের ঘরে না গিয়ে,,,
এই ফকিরের কুটিরে?অফিসের বড় কর্তা দুর্নীতির
মামলার মাঝেই বেশ করে সাজিয়েছেন
তোমার মন্দির,,,
মা ওই যে দেখ তোমার ছেলে মেয়েরা সারা বছর
যে হাতে অস্ত্র নিয়েছিল,,,তারাই নিচ্ছে কলম আজ,,,।
সেথায় যাও মা,,যাও,,,,মন্ত্র শুনো,,,আরতি দেখো,,
তারপর প্রাণ ভরে নতুন করে একটি নতুন আশীর্বাদ করে যাও,,,,বিদ্যার আশীর্বাদ।
সত্যিকারের বিদ্যার,,,।
আর মা আমাকে একটি নতুন মন্ত্র শিখিয়ে যেও,,,,
পুরুনো মন্ত্রের পুরুনো বিদ্যায়,,,,অসম্ভব জং ধরেছে মা,,,,,
এবার নতুন মন্ত্র দাও,,,নতুন বিদ্যে দাও
যে বিদ্যায় নতুন করে সাজবে বিদ্যার সকল প্রকাশ,,,,
বিদ্যার সকল আবাস,,,।


পত্রিকার পাতায় তখনো খসমস শব্দ,,,
তখনো কালি হচ্ছে গিরিগিটি,,
কিন্তু কেন?