চারদিকে একাকী অন্ধকার
উপরের তারা গুলো ঝাপিয়ে পড়েছে জলের বুকে।
ভাসমান ভীম জাহাজটা তবু নির্বিকার।
ভেতরের বাতি গুলো কেবল তার
অবাধ্য শিশুর মত ছুইছে জল।
দূরের  বাতিগুলোও সমান তালে ছেড়েছে
আপনার দেহের শাড়ি বাতাসে ভাসিয়ে।
কোথায় যেন নিস্তব্দ ডাকাডাকি, হানাহানি
ঘর ভাঙ্গার আয়োজন জেগেছে কাচ ভাঙ্গার নিয়মে।
পানি থেকে উড়ছে বিষাক্ত সাপ প্রেমের কলঙ্কে..
পর্দার অপাশ থেকে হাত ধরে দিচ্ছে টান নিষিদ্ধ ভঙ্গিতে।
বাইরের বৈরাগ্য কালো বোরকার অন্তরালে জেগেছে নষ্টামি নিমন্ত্রন এমন আয়োজনে।
মন চায় দরজা ভাঙ্গি আমিও ঝাপ দেই
রাতের এই সমুদ্র জলে।