সেদিন আকাশের কোনে কোনে
কিছু আগুন মুখি মেঘ ছিল,,
এক তো রাত,,,তারপরে লাল মেঘ,,
পাশের ডুবায় একটা শক্তিহীন উন্মাদ ব্যঙকে কতগুলি সাপ এক সাথে করেছে আক্রমন,,,


এমন আক্রমন যেন
বিধাতার লিপিতে বিধাতার হাতেই লিখিত,,।
ক্ষুধা না থাকলে সাপের উদরে,,
কয়টা ব্যাঙ খেত এ সাপ,,,?
এ প্রশ্নটাই যেন সাপের জিহবায়,,,
লিক লিক করে বাতাসের শব্দ তুলে জানান দিচ্ছে,,
জানান দিচ্ছে চোখের সম্মুখে,,
প্রদীপ জ্বালিয়ে,বাসস্থানের নিচে,চেয়ারের সীমানায়,পাহাড়ের পাহারায়,,,আকাশের আয়তনে।


কিন্ত কেন এমন জানান,,,
নিষ্পাপ ব্যাঙ শাবক যেমন জানে না সাপ কি
তেমনি পাগলিনী ও জানে না মানুষ কী?
তাই বলে তাকেও
উদরে নিতে হবে মানুষের ঔরষ জাত সন্তান?
তাকেও থালার মাঝে কেটে দিতে হবে স্তন,পাজর,ঠোট আর  যোনীপথ?
চাকু হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে
ঝুলিতে আবদ্ধ কাঁচা মাংসের আপেল নিয়ে,,,
নিজের যৌন রসের জুস
সাজিয়ে দিতে হবে লেবুর রস দিয়ে
কোন নামীদামী সাজানু পেয়ালায়,,,!
তাকেও করতে হবে চিৎকার সহবাস ভোগের?
তাকেও লিখতে হবে,,,সে একজন
ভোগ্য পণ্য সামগ্রী সুন্নতের সীমানায়!!
সে একজন তেঁতুল মানবী,,,রসনায়?


তাকেও ভাবতে হবেমেনে নিতেই হবে,,,
তার দেহ একটি নারীর দেহ,,,
যে দেহে পুরুষের জন্ম হয়,,,
পুরুষের বাড়ন্ত হয়,,
পুরুষের প্রাণ হয়,,,
অতঃপর
যে দেহে পুরুষের ক্ষুধা নিবারণ হয়,,
ঠিক সেই গাভী দেহ,,,!!কিন্তু কেন?
সে তো ঘাস চিনে না,,,সে তো কামনা চিনে না,,,
সে তো পশুর দাতের স্বাদ চিনে না,,,
জানে না বুঝে না পবিত্র বাণী পবিত্র ওয়ালাদের,,!


সে জানে না,,আগুন কি? সে জানে না মোম কী,,
সে জানে না জীবন কী? সে জানে না মানুষ  কী,,
কী এই সমাজ,,,কী এই আপন গুন প্রচারক সভ্যতা"
আর তাই সমাজ তাকে ক্ষমা করতে পারে নি,,,?
মেনে নিতে পারে নি এই অজ্ঞানতা,,,?
কচুরি ফেনা হয়ে জলের ঢেউ না বুঝার
অপরাধ টুকু গ্রহণ করতে পারে নি মানবতা?


এ জন্যেই বুঝি জোর করে
তার উদরে ঢালা হল মানুষের নীল বীর্য,,
তার পেটে দেওয়া হল সমাজের    
নালার চিহ্ন,,!
বানানো হল গর্ভবতী!
ফেলে দেওয়া হল ঝোপ ঝার জংগলে,,
ছি ছি রবে  থু থু ফেলা হলে পাগলিনীর গায়ে, পেটে,,মুখে,, বুকে,,রক্তাক্ত নাভীতে,,,


জানানো হল এর স্থান ঘাটে নেই,
এর স্থান ঘটে নেই,,নেই কোথাও,,,
ওর ভেতরে বড় হবে মানুষের রক্ত
পশুর সমতুল্যে,,,
ও থাকবে জনপদ থেকে বিস্তর দূরে,,
ওর খাবার হবে কুকুরের সাথে প্রতিযোগিতা,,
ওকে দেখলে চিল দিবে না ছুঁ
পাখি ফেলবে না মল,কাক ডাকবে না কা,,
ওকে দেখলে নাসিকা হবে বন্ধ,,,
চশমা হবে অন্ধ,
বাচাল মুখেও পড়বে তালা,,
নিশ্চুপ হবে সরব কলম, সরব দুনিয়া,,
বলা হবে এ নাপাক,এ পাপী,এ জারজ
এ অপরাধী,,!
অপরাধ যার অহল্যা সম সমুদ্র বিস্তর।
হায় বোকা ঈশ্বর!
মানুষ চিনলে
চিনলে না এই মানুষের স্বর।
তাই পাগলিনীও গর্ভ যন্ত্রনায় হয়
বৃষ্টি ভরা রাতে ঝোপ জংগলে কাতর,,


পাশেই জীবন্ত সমাজটা পড়ে আছে
হয়ে নিথর।