বৃদ্ধাঙ্গুলি চিনেন প্রিয় রাজমাতা,,?
ওই যে মানুষের গিরগিটি হাতেই থাকে,,
কখনো সম্মানে করা হয় যার ব্যবহার
আবার কখনোবা অসম্মানে!!
ও মাতা,,রাজ্য জুড়ে আজ বৃদ্ধাঙ্গুলি হচ্ছে চাষ
পাতালমুখী বিশ্বাসের আতুড় ঘরে,,,।
বৃদ্ধাঙ্গুলির হচ্ছে বাড়ন,,
বিষজ্ঞানে জ্ঞানী গুণীর প্রশয়ে।


যে কথা টাঙ্গিয়ে দিয়েছিলেন মানচিত্র দেয়ালে,,দেয়ালে
লিখে দিয়েছিলেন পতাকার রাজবানী দুয়ারে দুয়ারে
সেখানে আজ ইসু করে দিল গো,,
সেখানে আজ আনন্দ উৎসবে,, জনসমাগমে
বেশ থু থু চিঠিয়ে দিল
আপনারই মায়া মমতার দুগ্ধ খাওয়া,,আদরের বাদরে।
ও মাতা যেখানে খোদাই করে লিখেছিলেন
আপনার রাজদন্ড আদেশ,নির্দেশ কিবা নির্দেশিকা
যেখানে জারি করেছিলেন  লৌহ শাসন
যেখানে সুন্দরে করে এঁকেছিলেন বিজ্ঞান আর প্রগতি
সেখানে,ঠিক সেখানেই বাড়ির বড় গাছের নিচ হতে
বের হয়ে এসে,, হাজারে বিজারে বিষধর সাপ,,
উলঙ্গ শিয়াল আর নখ দন্ত হীন ভুতরে জানোয়ার,,
বলে গেল,,জানিয়ে গেল,,,
কতটা নালার পানি ঢেকে রেখে দিয়েছন আঁচলে আঁচলে।


তাই ওরা পড়নের কাপড় মাথায় বেধে
নৃত্য করে গেল,,আপনার ছবি আঁকা মাটিতে,,
ওরা এক জানাজা হতে বানাল লক্ষ জানাজা
আপনার দয়া দাক্ষিণ্যতে।
তবে বলে যাচ্ছি রাজমাতা শিবগামিনী
বলে যাচ্ছি ভালবাসার গানের ছন্দ তালে,,
ডুবে ডুবে এই মৃত্যু সলিলে।
ওরা বন্য শুকরের হিংস্র দল
বেশ হয়েছে হৃষ্টপুষ্ট আপনার সুদৃষ্টির শতদলে।


দুঃখ শুধু,,অশ্রু শুধু,,,
সুদৃষ্টির বন্যায় বৃদ্ধাঙ্গুলি চিনলেন না,,নত শিরে।
চিনলেন না আলোর নিচে বাস করে ওই ভুতের জনপদ
ঘোমটার উপর বোরকা খানা পরে,,,।
চিনলেননা মূর্খ, পশ্চাদমুখী গোবর পোকা
দাঁড়ায়ে দুনিয়ার মূমুর্ষু  হাসপাতালে ,,,?
এখনো করোনা চিনলেন না,
বাস করে করোনা প্রেমীদের
বলিষ্ঠ বগলতলে।


রাজ মাতা ওই যে,,ওই যে দূর গ্রামে
ঘর পুড়া আগুন দেখা যায় প্রদীপের মত,,!
সে আগুন কভু যদি আসে চলে কাছে
দাবানল হয়ে,,,
তখন না হয় চিনে নিয়েন বৃদ্ধাঙ্গুলি
শখের চিতার উপর শুয়ে।


( ব্রাহ্মনবাড়িয়া,,,আজ দেখিয়ে দিল আসলে করোনা ভাইরাস কারা? আসল করোনা ভাইরাস কোথায় বাস করে জামাই আদরে)


############
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১৮/০৪/২০