আজ তোমাকে কবিতা লিখার সময় আমার এসেছে,,,
আজ তোমাকে কবিতা শুনানোর সময় এসেছে,,,
হাতে হাত রেখে পদ চিহ্নে পদ রেখে ভাবছি
অনন্ত কালের পথ হেটে,,,
এক হাজার কোটি বছর পর ভাবছি,,
নারী হ্যা হ্যা নারী,,,
যে কভু মুক্ত প্রাণের সমতালে পা বাড়াতে পারে না
বরং কেবলি এক মায়ার জগতে
রাখতে চায় সে প্রাণ আবদ্ধ করে,,,
শুধু সংসারে রোজনামচায় করতে চায় বন্দি,,,
হাড়ির শব্দেই নিমজ্জিত করতে চায় অমৃত,,,,
সেই তাকে নিয়েই আজ লিখব কিছু স্বর্গ ব্যথা,


আমার যে আজ চুমুতেও ভয় প্রিয়া,,
চুমুতেও লেগে গেছে ভয়,,,
বাজারের অর্থে না হলে,,,,
এ চুমু পাখির চুমু নয়,,এ চুমু ফুলে ফুলের স্পর্শ নয়
এ চুমু মূল্য চায়,,এ চুমু প্রাপ্তি চায়
এ চুমু সর্বোচ্চ মূল্য চায় অমুল্য ধনে।
মূল্যের আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষী চাতক
আলিঙ্গন দিয়েছে উপহার স্বার্থের বেড়াজালে বেঁধে,,,
আমি সত্যি বলছি প্রিয়ে
আজ যে আমার চুমুতে ভয়,,,
আজ যে আমার আলিঙ্গনে ভয়,,
আজ যে আমার স্পর্শতে ভয়,,
যে পবিত্র স্পর্সের দামেও লক্ষ্মী দেবীর নজর চাই
আলিঙ্গনের প্রতি অনুরননে
জীবনের সর্বোচ্চ নিরাপত্তা চাই,,
ভালবাসি ভালবাসি শব্দটার বিনিময়ে
প্রতিযোগিতা মূলক চাকচিক্যময় আনন্দ চাই,
চাই কিছু না কিছু বিনিময়,,,


নতুবা অযথা কোন নারী পুরুষের হয়?
অযথা কোন পুরুষ নারীর হয়?
হয় না, হয় না,,,
যেখানে বন্দনা স্তুতির লোভেই
ভগবান হয় ভগবান
সেখানে নারী ঘোমটা পরে মাথায়,,,
সর্বোচ্চ সুখের  আশায়।


নাম কি এভাবেই লিখে পাখি সংসার পাতায়,,
এভাবেই কী ডানার পাখিও
বাঁধে বাসা শাখায় শাখায়!