ভালবাসায় প্রতিঘাতের মত আনন্দ্
সারাক্ষন বসে বসে মধুর আরতি কথনে নেই।
তাই এক নদীর মোহনা আশার ঝগড়া
সেথায় নিত্য নৌকা ডুবায়
বোকামির বকবকানিতে।
যেথায় কথা মালার সুখ  যায় শ্মশাণে
সেথায় শ্মশান নিয়েই চলে.  
চিরন্তন  ত্ৃতীয় মাত্রা।
ইত্যাদির আনন্দের মত অনুরাগ্ আগ্রহ
যতই যথারীতি
ততই তাতে
চিনির সাথে নূনের সম গীতি ।
গীতাঞ্জলি দিল  যদি থাকে
নোবলের আদরে
তাহলে প্রেম জাগে প্রেমের্
সমালোচনার দরে ।