অনেক মন্দিরে প্রদীপ জ্বালিয়েছি
অনেক মাজারে মোম আগরবাতি।
স্বপ্ন বিয়ের মত
অনেক গোলাপে রেখেছি হাত।
মন্ত্রীর মিথ্যা শপথ বাক্যের মত
বার বার ওয়াদা করে সিগারেট নেশায়
ভালবাসার ডায়রি টা করে গেছি বড় ।
আরব্য রজনীর আয়তনে
যে দিল দরগার স্মরন সভা
জমেছে মস্তিস্কে।
সেথায় কি কিছু আছে জমা
সেই প্রথম
পুকুর ঘাটের পর
প্রথম বিদ্যালয়ের মত?
যেথায় শিখেছিলুম
প্রথম গোলাপ
প্রথম প্রজাপতি
প্রথম কারো নামে ।
যার নেশায় দিশা হারিয়ে ভেবেছিলাম
আমিও কোন মহানায়ক্।
তাকে কি পেয়েছি খুঁজে
জীবনের এত শত মন্দিরে?


এত দারু খেলাম ভাই
শুধু প্রথম দারুর মোহে ।
ভোর আমায় করলো বিভোর
চলতি দিনে
নিত্য নতুন রোগে ।