যখন  আমার
কিনে দেওয়া জ্বাল মুড়ি খানি
খেয়ে ত্ৃপ্তির সুর তুল সম্মুখে
তখনি কেবল তার
সাদ আসে মোর মুখে।
ফুল খানি নিয়ে হাতে
যখন হাসির রেখায় একে দাও চারদিক
তখনি মনে হ​য়
ফুলের চেয়ে সুন্দর কী আছে আর?
ফুলার রোডের সিড়ি ধরে
বসে থাকা মাক​ড়সায় যেমন
মগ্ন হ​য় তোমার মন ।
তেমনি উতালি পৈতা বন্ধনে
সার্থক হয় মোর
সব
স্বপ্ন চিন্তন ।
জেগে উঠে রাতের পাখি
নেশাকোর এক
দুষিত  পাখির গ্গানে ।
হাসিতে হ​য় হাসি চেনা
এই যৌবনের
নিমন্ত্রনে।