কি রে
দিলে তো পিয়ার পিয়ার লাগে ,  বে !


মনে হ​য় ,
গরম চায়ে পড়ে গেল বিস্কিট,
বাবুই পাখিটা শিখালো কিঞ্চিৎ
ঠোটের মেস্তরিখানা বে॥


দিল তো ফুল চিনেরে
চিনে
মুড়ির নাড়ুর মাঝে থাকা
চিনি গুড় বে।


গরম ভাতে স্বপ্নের মত শুটকি ভর্তা
দিল কে এনে হাতে।
লাগালো কে শাড়ি পড়া
নিত্য বৈশাখী প্রভাতে।


হাবুডুবু ডালের মাঝে
একখান রোস্ট আছে বে।
নার্সারির এই জীবন শালায়
শ্যালা
এক মদের ফিরিজ বে।


দিলে তো পিয়ার পিয়ার,
কি রে ?
দিলে তো পিয়ার পিয়ার লাগে ,  বে !