চলে যায় সে,
চলে যায় চিরদিনের তরে
যে ঘর যে বাড়ি
হয়েছিল তার জন্মাধিকারে
তা দিয়ে বিসর্জন
অধিকারের হাড়ি ভেঙ্গে ।
যে কোলে মায়ে দিয়েছিল শিশুকাল্
উঠান ভরিয়া বালিকাবেলা
দিয়েছিল লক্ষ্মীর পদচারনা ।
তা রেখে শুধু স্মৃতিভরে
বাকি  শুন্য , শুন্য দর্শন নয়নে।


খালি খালি লাগে বাড়ি
খালি আলনা খালি মন্দির খানি।
চুপ চাপ নিরুত্তাপ
রান্না ঘরে অভ্যাসে মায়ে
উঠিল মেয়েরএ ডাকি।
স্ব্প্নে উড়ার তালে
আসিল বাতাস  ফিরে
বিফল রথে বসি।
কোথায় গেল কেমনে গেল
ছোট থেকে বড় করা
মায়ের
আদরের শশী।


নাইরে ঘরে নাইরে সে
নাইরে ভাইয়ের বোন,
হারিয়ে গেল
বিয়েতে;
হাসি খুশির ব্যাকবোন।