অবেলা যবে রাগ করেছিলে
অনুভবের দোষে অনুভবে,
শিমুল তুলার মত
ভেতরে ভেতরে ছিলে
প্রস্তুত।
তখন চৌধুরী বাড়ীর বড় বাবুর শ্রাদ্ধ্
মেঘ  নিমন্ত্রনে চাতকের পানিভোজ্।
অরন্য শিকলে যত বাধা পড়ে আছে প্রাণ্
সেথায় অরন্যের বাড়তি আহ্বান।


তবু যদি শান্ত থাকে তোমার মাথার চুল প্রিয়া
ভদ্র থাকে তব মন কেবলি নিশীথে।
রাজা আমি নাই হলাম
রাজ্য তো বাচিলো তোমার হাতে।