যারা প্রেমের শত্রু
তারা মানবতার ঘাতক , মস্তিস্ক সন্ত্রাসী।
বিকার নজরে ফুলেও বিষ খুঁজে
বুদ্ধির আত্মঘাতি জিহাদী হয়ে।
ওরা বিষধর সাপ , দংশন বিনে
অন্য কিছু
আর নাহি জানে।
মাটিতে থাকিয়া সরীসৃপ বুকে
পাখির ডানায় ওদের সকল সহিংসতা।
ওরা গোবর নাসিকায় দাড়ায় পুষ্প উদ্যানে
কয়লা দিলে দাড়ায় সকল মুকুরে।
ওদের মন ভাদ্র মাসের পথে প্রান্তরে বন্দি
বসন্ত রূপ দেখিবে কেমনে কোকিলে?


ওরা দেখার আগেই দেখে
জানার আগেই জানে
বুঝার আগেই আছে বুঝে॥


ওরা প্রেম চিনে না , চিনে কাম; মোহ
ওরা মন চিনে না , চিনে বিছানা বিষ্মিত!
ওদের রুচি মানেই জিহ্বা
চিন্তা মানেই মনের নর্দমা।
মানুষ হয়ে পারে না চিনিতে আত্মনিয়ন্ত্রন।
নিজের হিংস্র চোখ আর
জানোযার থেকে
বাচাতে সবে
করিতে চায় কালো অন্ধকার
সারা ভুবন।


ওরা মা বলতে দর্শন নয়
বুঝে কেবলি একটি দেহ।
নারী বলতে সম্মান নয়
বুঝে স্ত্রীর
যৌন দাসত্ব মোহ।