লোক লোকান্তরে তারা ধন্য , বরেন্য; ব্যতিক্রম।
নিশিকালে নাসিকা তালে যে গায়
উচ্চাঙ্গ সঙ্গীত হরদম।
নানান স্বরলিপি তাদের , নানান তাল কিবা ল​য়
নানান সুরের মুর্ছনায় আশে পাশে
শুরু হ​য় প্রল​য়।
ঘর কাপে, দুয়ার কাপে ,
কাপে রান্না ঘরে পাথর নুরি
নাসিকার গর্জনে অজগরের ঘুম ভাংঙ্গে
হাতি উড়ে আকাশে
যেন সে কাগুজে ঘুড়ি।
গন্ডারের চাম​ড়া খানি হ​য়ে যায় ফুটা
কাল বৈশাখি নামিল শীতে করিতে সব উল্টা পল্টা।
রজনী ভরে রাগিনী মোহে একি যে রেওয়াজ
ভাবি নাসারন্ধ্রে কি মহিষ
নিয়েছে বাসা
তুলিতে এমন আওয়াজ।
ভুলাতে ভুকম্প ভ​য়
ওরা হ​য়েছে সদ​য়...
যারা নাক গীতি লয়ে প্রতিবেশি।
জীবনে যে নিশিকালে শুনে নি তা
বৃথা গেল  জীবন তার
বুঝিতে
নোজ রবের নিদ্রা উপবাসী।


(কাউকে কটাক্ষ করতে নয় শুধু বিনোদনের জন্য এমন নিবেদন)