যে নিত্য বেশ
বেশ্যার মত ধরে হাতে
ধর্মের পরিচ​য় নিতে চায় সম্মুখে
সে মনুষ্যত্ব ত্যাজিজে বহুকাল আগে.../
যে দুনিয়ার ব​ড় কলাও যে চায়
চায় মরনের পর কল্প সুখ...
সে পশুত্ব বরণ করেছে অনেক আগে...
নিজের পরিচয়ে যে পরিচিতি নেয়
অন্যের আপনার মনে
সেথায় অ-বেলাল , অ-হাসান হিংসার
ক্রোধ , অসংহতির পশুঅভ্যাস।
সে বিবেক বর্জিত পন্য হ​য়েছে চিরকালে।
তার কোন ধর্ম নেই
নেই কোন সমাজ , সভ্যতা সম্ভার।
সে মূর্খ , পাপি, হীন চিন্তুক
যে তুলেছে দেয়াল মানবে মানবে।
যতই সে প​ড়ুক শাড়ি
ততই সে উলঙ্গ্
মনুষ্যত্ব মর্ম ভবে।