বাবা তোমাকে নিয়ে
তোমার সন্তানের অনেক অভিযোগ।
অনেক অভিমান রাগ দুঃখ শালুক ব্যথা ।
অনেক চাপা ক্ষোভ অনেক বিভেদ দন্ধ অন্তরে...
তোমার আদরের চেয়ে
শামুকি শাসন যে দাগ কাটে দিলে.../


শুনি মা না থাকিলে তুমি নাকি তালই হয়ে যাও
পর হয়ে ঢল সৎ মায়ের কোলে।
সেই বাবাই ভুলে যাও এই বাবারে !
তাই আজ আমিও বাবা হয়েছি
ঠিক তোমার মত..
ঠিক তোমার মত গোফ রেখেছি মুখে
কালো চুলে সাদা রঙে করেচি পাকা দু একটি..
তোমার মতই যাই নিত্য কাজে
বারান্দায় বসে হেলান চেয়ারে
বই পড়ি বৌয়ের হাতের আলতা রঙে
বানানু
লাল চা খেয়ে খেয়ে...
তোমার মতই বাবা সারাদিনের
শাস্তি কাজ খানা শেষে
বাচ্চাটিকে কোলে নেই
উর্ধ্ব্শ্বাসে।
মাঝে মাঝে দেখি ঘুমিয়ে আছে
খোকা আমার
চার মাসের বিছানায়...
আলত করে দাড়িখানা লাগিয়ে দেই আমি
খোকার পায়ের তলায়...
মা যেভাবে শাসাতো তোমায়
বলতো
এই এই কি করো ,করছো কী খোকাকে?
সারা দিনে ঘুমালো যে
সোনার পাজি সোনার পালঙ্কে ...
আর তারে তুমি দিচ্ছ তোলে?
ছুইয়ো না ছুইয়ো না
ময়লা গায়ে ছুইও না তারে
ধরিও না তার কোমল পবিত্র গায়।
শুনতে না বাবা তুমি তা
তাই আমিও শুনি না তা ।
ঝাপটে ধরে খোকা নেই কোলে
পলক হীন চোখে
তাকিয়ে দেখি তারে
দেখি আমা থেকে জন্ম পাওয়া
আমারই চোখ , আমার ই ছোট মুখ
কান,গাল ঠোট
আমার খোকার গায়ে...।
নাক খানাও হয়েছে বেশ আমার মত
হাত পা দেখে লোকে
দূর থেকেই বলবে

ওমুকের ছেলে ....।
বাবা তারে আমি তোমার মতই
সারা রাত ঘুমাই স্বর্গ বুকে নিয়ে
সারা রাত পাহাড়া দেই
তার নিরাপদ ঘুমের।
আঙ্গুল দিয়ে মুখে দেখি
ক্ষুধায় ভোগছে কি সে
ফের!!
কি এক অজানা ভয়ে
হঠাৎ তারে দেই জাগিয়ে
সকাল হলে ওর মুখ খানি
দেখেই চোখ মেলি
দুনিয়ার বুকে।
বাবা
আমার মতই শয়তান  সে
আমার মতই দেয় মিষ্টি হাসি
তাই কাজের ফাকে ফাকে
বার বার ফোন দিয়ে
ওরে,
বুঝি কত ভালবাসি।


বাজারে গিয়ে
খেলনার ছলে স্বপ্ন কিনি
কিনি খোকার তরে দেখা ভবিষ্যত/
একদিন খোকা বড় হয়ে
ধরবে জীবনের জয় রথ।
নিজে না খেয়ে নিজে না পরে
যাই আসে চোখের পরে
তাই করে যাই খোকার তরে
বাবা
তোমার মত রক্ত পানি করে.../
আমার কোন চাওয়া নেই
নেই কোন সুখ উল্লাস উৎসব।
খোকা আমার স্বপ্ন হবে
মৃত্যু পর পরিচয় হবে
খোকাই হবে সব।
তাই নিজের সুখ তারে দিয়ে
বিলাস , ভোগ ,  সবই দিয়ে
ভাবি
খোকাই আমার পৄথিবী
খোকাই আমার রাব্বানি রব।


তখনি আসে ভয় বাবা
তখনি আসে এক ক্যালকুলেটার।
তোমার সন্তানের মত যদি হয় মোর খোকা
বাবা আমি যে এই দুনিয়ায়
হয়ে যাব বড় একা।
ও যদি বাবা বাবা বাবা ডাকি
রোজ আসেনা এক বার কোলে
তোমার মত নরক কষ্ট
বাবা আমারও যে হবে।
আমার হাতে আমার থালার
ভাত যদি বাবা
ও নেয় না আর মুখে
তোমার মত অভাগা পিতা
হব চরম শোকে।
আমার বিছানায় আমার পাশে
ও যদি কভু আর না শুয়ে;
দুনিয়ার রাতি হারাম হবে
সকল পিতার চোখে।


ছোট্ট খোকা ছোট্টই থাক ;
বাবা ,
হয় না যেন বড় সে
আমার মত্।
পিতা হয়ে চাই না বাচতে
বাবা ,
নিয়ে তোমার
এত দুঃখ ক্ষত।
সন্তান যদি সন্তান হয়ে
বুঝে না তার পিতা...
পুরুষ জন্ম বৃথাই গেল্
সংসার রাবন চিতা।