মনে পড়বে না আর সকাল বেলা
সকাল সকাল নাস্তা সেরে কাজে যাবার দৌড়...
জানি মনে পড়বে না তোমার
পড়বে না
ওই পাখি দুটির ফিস ফিসানি ভোর ।


দরজা বন্ধে লাইভ কথা
আর কিছু ক্ষন মোবাইল পর্দায় তাকাতাকি..
সব কিছুই ভুলে গেছ হয়ত
পুরাতন পবিত্র সুখ গুলো
        এক নতুন অপরাধ হয়ে
দেখছ আয়নার সম্মুখে।
দোষের হাড়ি ভাঙ্গছ সদা
         সেই চন্ডীধর মাথে
চন্ডীরে পুজি যে হারাল
সপ্ত ডিঙ্গা অতল জলে।
পুষ্প বাগানে যে কাক
            বানালো বাসা
তোমার ঈশারা পেয়ে,,,!!


আজ সুখের দোলায় শোক দিতে উপহার
কেবলি কাকের দোষে...
স্বপ্ন ডিম খানি  ভাঙ্গিলে
উপ্
খুব
পিয়ারসে !!
বৃথা গেল প্রাণ ওরে বৃথা গেল গাণ
বৃথা গেল হৃদের সব
       সা রে গা মা পা ...
কোল ছাড়ি শিশু নামিলো যে পথে
করিছো ধ্বংস তারে
       বা মারহাবা, মারহাবা !!
দাতের মাজনে চোখের পর্দা
যায় না যদিও ছেড়া
চোখটাই যে তোমার দাঁত ছিল
তা বুঝিয়াও বুঝিলে না।
সোনা
ওই সোনার সিংসানের সোনার ঠাকুর
আর তার
সোনার বাদ্য বাজনা.../
কিছুই  পড়বে না
মনে,
তোমার আর
কিছুই  
মনে পড়বে না॥