আমি অসুস্থ ,আমি রুগ্ন এক বাংলাদেশ
আমি সহি সালামতে পুরাটাই ধার্মিক
এক বাংলাদেশ।
এখানে ধর্মের ব্যানারে মন্দির দখল হলে
কোন এক শুক্র বারে...
মিথ্যার জাহাজে বসে সত্যের ফেরিওয়ালারা
জংঙ্গী হয়ে যায় প্রকাশ্যে।
এখানে এক চাঁদ দেখে কেই হিজাব পড়ে
সুরা পড়ে সুন্দর তম বিকাশে।
সেই হিজাবের আবার থাকে সুন্দর লেজ
ঢাকার সুন্দর তম ক্যাফে এেটাকে।
এখানে আস্তিকের সুরে নাস্তিকতার
গান হয় ;
সবাই চায় গান
হাতে কিবা অজুহাতে।
উপরের ছাতার তরে কর্ম দেখে
দিলে দিলে
সব চাপাতিতেই
মুচকি হাসি লুকানু সবুজ পতাকা
রাখে বুকে ধরে।
এখানে ধানের মত ওয়াজ মাহফিলে
ঘৃনার চাষ হয় ঈর্ষার সারে সারে।
অনলাইনে হয় তার ডেসটিনি কর্ম প্রয়োগ
মিথ্যার নানান ক্যাপচুলে।
এখানে হিন্দু পুরোহিতের স্বর্গ প্রাপ্তির্র্
টিকেট হয়
অনুমোদন সত্যায়িত
প্রায়
সবার নীরব গোপন স্পৃহাতে।
ধর্মের নামে জাকেরীয় সাম্রাজ্যবাদ
বেশ জনপ্রিয়
তুর্কি নাচন আনন্দে।
আমি অসুস্থ ,
আমি রুগ্ন এক বাংলাদেশ
ধরাতে
এমন হেফাজতে।