আমার মনের মাঝে বাজে
গতবারের কঙ্কাল বাঁশি।
ভাবি এই বুঝি এলো
মোর উঠানে আকাশ ছাড়া শশী।
দেখি পত্রিকাতে মূর্তি ভাঙে
হুঙ্কারে ধরা অসুর সাজে
নিশ্চিত হলাম শঙ্ক বুকে
আসিছে দুর্গতিনাশিনী।


তা রে না রে না না না....
কত দুর্গা খালের ধারে
কত দুর্গা ঘরে ঘরে
দিন রাত্রি পরিশ্রমে হয়ে আছে দাসী।
আবার গার্মেন্টেসেরই দুর্গা দেখে
সকল হুজুর হইছে তেতুল লোভী।


হায় রে হায় রে হায় ......
তনু মিতু দুর্গার রূপে
আসুক এবার মন মন্ডপে।
চাদনি জলে গোসল করাই
ভবে জাগাক
মাতৃ বিশ্বাসী।
আমার মনের মাঝে
বাজে;
গতবারের
কঙ্কাল বাঁশি।