পশুকে বেশ ভাল করেই চিনেছি
বাদামের খোসা ছাড়িয়ে নাড়িয়ে দেখার মত দেখেছি।
না ওরা পশুই হয়ে বেচে আছে মনুষ্য সাথে।
দুর্বার শখে মানুষের সাথে ওদের শ্রেষ্ঠত্ব আবদারের
কোন হাবুডুবু মনুষ্য ইচ্ছা নেই।
সমস্ত বিশ্ব জগত জবাই করে খাবার তাদের কোন
কল্পনা বিশ্বাসের হেনাফেনা নেই।
নেই বিশ্বাসের মত পলিটিকস, ধর্মীয় দলাদলি,
হনু মনের মারামারি, শুন্য চায়ের কাপে চাপাবাজি।
ওদের একটা জীবন আছে ; আনন্দ বেদনার ,
স্বপ্ন কল্পনা আর বিশ্বাসের মত
ওদের কোন শত্রু নেই।
মনুষ্য আচরণ বোধের গুগুল ম্যাপ অভিনয় নেই,
সস্তা কিবা হেনস্তার জনপ্রিয়তার হকারি নেই।
নেই ভাষণ কিবা শোষন আর বানী চমৎকার!
ওরা জীবন নিয়েই বাঁচে
জীবন নিয়েই মরে
আপনারে করে না বার বার সৎকার।
লোভে ওদের বাড়ে না ঘাস অস্ট্রেলিয়া অর আমেরিকা।
সন্ন্যাসী বেশে চলে না কোন মর্ম ফকিরী।
ওরা আপনার ভবিষ্যত বর্তমানেই পায়
সুখের তরে চালায় না
অন্যের গলে
প্রেম প্রেম কিবা
কসাই কসাই
তরবারী।