মৃত্যুর মিছিলে বড়শী পেতেছে শকুনের দল
মনোবাসনা করছে পূরণ মিথ্যে বয়ানে বয়ানে,,
এক একটা লাশ যেন
তাদের এক একটা ধর্মীয় বাণী।
এক একটা মৃত্যু যেন
তাদের এক একটা বিজয়।
এক একটা মহামারী যেন
তাদের বৈশাখী ফসল,,।


ভয়ের জনস্রোতে বাড়িয়ে কেবল ভয়
মিথ্যের জয়জয়কারে ভরছে তাদের গোলাঘর।
কি নেই সেই মিথ্যায়,,,
কি নেই সেই শিকারীপনায়,,,!!
ঈশ্বরের গজব বলে চালিয়ে মহামারী
কৌশলে যায় এড়িয়ে আপনার পবিত্র বাড়ি।
যে মহামারী নেমেছিলো তাদেরো পুস্তকের ঘরে
যে ব্যাধি নেমেছিল তাদের উপাস্য দরবারে,,
তা কভু দরজা খোলে দেখে নি দজ্জাল
তা কভু মুখের জবানে উঠে নি ফোটে,,,
স্বার্থের ঘন্টা বাজে না যে সেখানে,,
মিথ্যের জন্ম ইতিহাস চলে না যে সেখানে,,
চলে কেবল,,হাজারো বার মিথ্যুক হয়ে
অন্যের সতী নারী পতিতা বানিয়ে
নিজের কামনা পুরণে
বেশ্যা বিবেক ধারণে।