আমি কী আবার প্রেমে পড়লাম,,, ইন্দ্রানী।
ঘরের ছাদের উপরে বৃষ্টি পড়ছে,,
অথচ শব্দ হচ্ছে আমার বুকে,,,
আমাদের দেখা হবার কথা ছিল,,
ঠিক এমনি ভাবে দেখা হবার কথা ছিল,,
মাঘ মাসের শুরু আর পৌষ মাসের শেষদিনে,,


দেখা হয়েওছিল,,
পৌষ সংক্রান্ত্রির কীর্তনে আমি গলা মিলিয়েছিলাম,, সবার মত করেই তোমার বাড়ির উঠানে,,,।
আমি জানতাম সারা রাত ভরে উঠানে
আল্পনা এঁকেছিলে,,তোমার ঠিক স্বপনের মত।
চালের গুড়ির আল্পনা কত সুন্দর করে
তোমার মনকে বুঝে নিলো,,,
আমি সেই আল্পনায় বিচরণ করলাম,,
যেন জনম জনম ধরে হাটছি,,
আমার জন্যেই যেন এ পৃথিবী,,
আমার জন্যেই যেন মুক্ত বাতাস,,,
আমার চারপাশে কীর্তন, ধুপ,মোমবাতি কত কী,,! কিন্তু আমি কোথায় ছিলাম সেদিন,,, কোথায়?
ইন্দ্রানী ভেবেছিলাম নকুল বাতাসা নয়
আল্পনার উপর লুট হবে অন্য কিছু,,,
ভগবানের কাছে সমর্পিত হবে এক স্বচ্ছ মন,ভিন্য কৌশলে,,।
প্রকাশ করার জন্যে ত স্থান,সময় পাত্রের দরকার প্রয়োজন,,তাই না?


আমি সেই প্রয়োজনে অসুরের মত অস্ত্র ধরব ভগবানের সম্মুখে,,,
বলব এ লুট আমার,,আমি চাই,,।
আমি বাজ পাখির মত ছোঁ মেরে নিয়ে যেতাম সে লুট,,,।
আর কোন ভগবানের সম্মুখে দাঁড়াতামই না এই দুনিয়ায়,,
গহীন জঙ্গল হতে জঙ্গলে চলে যেতাম,,,
মানুষের গন্ধ যেখানে নেই সেখানে যেতাম,,
সেখানেই ভালবাসার হাতে ভালবাসা তুলে দিতাম,,
সেখানেই মানুষ হতাম,,ভালবেসে,, ভালবেসে,,,
কেবলি আমার তরে তোমার লুট ভালবেসে,,
কেবলি আমার তরে তোমার লুট ভালবাসা ভালবেসে,,


হা হা হা,,,লুট! লুট! লুট ইন্দ্রাণী,, লুট,,লুট,,,
সেই লুট যে পচা মাংস ছাড়া আর কিছু হয় না
ঠিক সেদিন ই জানলাম।
তোমার আল্পনার ছবি আর মন যে এক নয়,,,
না হই আমি পুরুষ জাতি,,তবুও তো মানুষ,,,
না হয় তুমি নারী, আকর্ষিত নারী তারপরেও ত মানুষ,,,।তারপরেও তো মন,,মনের পুজারী!!


কিন্তু একি যার জন্যে আমি গাছের ফল গাছেই রেখেছি,,
নদীতে বাঁধ দিয়ে রেখেছি সেই আদিকাল হতে,
গামছাবদ্ধ করে রেখেছি গোপন বাসনা,,
সেই কিনা আল্পনা একেই পালিয়ে গেল দেবতার কাছে,,,।
দেবতার সম্মুখে দেবতার মনের মত করে আঁকলো আল্পনা,,


স্বর্গের রাজা আমি ছিলামনা ইন্দ্রানী,,
আমার জগত নামের কোন খেলা নেই,,নেই নেই। কোন কিছুই নেই কেবল মাত্র তুমি ছিলে,, তুমি,,কেবল তুমি।
আজ সেই তুমিও চলে গেলে ভগবানের বাসরে,,,
যাও, যাও,,সুখে থেকো,
হাতে আঁকা মেহেদী রঙের মত সুখে থেকো
কিন্তু সেই সুখে থেকেও,,কেন?
কেন বার বার আসো,,বৃষ্টির শব্দে আমার হাড়িতে?
কেন আসো পর্দা ভেজা জল হয়ে আমার ঘরে?
কেন,, কেন?
আমাকে আবার কী প্রেমিক সাজাতে চাও ইন্দ্রাণী?  আমাকে আবার বিষ খাওয়াতে চাও,,আবার?
দেবতা কী পরাজীত ভালবাসার কাছে,,
ভালবাসার মানুষের কাছে?
নাকি ভালবাসার মানে দেবতা নয়,,
ভালবাসা মানেই রক্ত মাংসের দেহের এক মানুষ!!