অনেক দিন পর,,যখন গাছেতে নতুন পাতা আসা শুরু হল,,
তখনি ভাবলাম হাতের গ্লাভস টা খোলে এবার সত্যি একখান চিঠি লিখি,,,,
লিখছিও,,,কিছু কথা বালিশের কোনে ঝরে পড়েছিল,,
কিছু বাক্য দেয়ালের প্রতি কোনায় আটকা ছিল,,,
তাদের আজ মুক্তি
মুক্তি দিচ্ছি তাদের,,,,
আচ্ছা কেমন আছ,,,,?
আবারো বলছি কেমন আছ?
তোমাকে যখন এই কথাটি লিখছি,,তখন বাড়ির বটগাছটার ডালে বাসা বাধা বকটাও কোথা থেকে জানি এসেছে ফিরে,,,
আহা পাখিদের স্বাগত জানানোর কি অভিনব কায়দা,,,
এ জনমে যদি পাখিই হতাম
তুমিও হ্যা হ্যা,,,তুমিও পাখি হতে!


তাহলে পাখার স্বাধীনতা টুকু আর কে আটকাত,,,
শুনেছ নিশ্চয়ই মাস কয়েক আগে,,আকাশের মেঘ মাটিতে মিশিয়ে সানাই বাজানোর অধিকারী হয়েছিলাম,,,
সেই হতে এক অদম্য ইচ্ছা,,,
অনেক কথাই আমার সিন্দুকের জং পড়া তালাটার ভেতরে আবদ্ধ ছিল,,,
অনেক ক্লাস,,অনেক সময়,অনেক পুকুর ঘাট,বিকালী হাওয়া,অনেক ট্রলার শব্দ,,কিছুই কিছুই বলতে পারি নি,,,
সেখান থেকে বেছে বেছে একেবারে দুধের উপর সরের মত,,,আজ জিজ্ঞাসই করে ফেললাম,,,
কেমন আছ মন? এতদিন পর?
বাইরে দেয়ালের উপর শ্যাওলার প্রস্তরটা কি
অবাক হয়ে যাবে?
ভেতরে এখনো এত চাক চিক্যময় রঙ দেখে,,
হউক তার পরেও জিজ্ঞেস করছি,,,
পাতাল পুরী হতে হাত তুলে,,,
পাথরের ভিতর খাদ্য অন্বেষণের পোকার মত,,,
কেমন আছ,,,?
আছ কেমন?


নাকি আমার অনুভুতি টুকু বুঝতে পেরে,,,
আবারো বলবে ময়লা পঁচে জন্ম নেওয়া পোকার গায়ের রঙ সাদাই হয়,,,
তাই বলে ময়লা সাদা নয়।


প্রত্যাখিত হীরার দামও যে ময়লার চেয়েও কম,,,।
কেন প্রত্যাখ্যান এর প্রিয় হয়েছিলাম সেদিন?
ঠিক আজকের দিনটের জন্য বুঝি?