এবার কথা বলতে চায় এতদিনের বোবা
যাকে আঘাতে আঘাতে বলা  হয়েছে
মুখের উপর লাথি মেরে মেরে জানানো হয়েছে
এত চুপ কেন নির্জীবের মত ওহে সজীব।
যাকে আগুনের সাথে বেঁধে হয়েছে পুরানো
সেই আদিকাল হতে,,,,
যেদিন হতে পৃথিবী স্বপ্ন দেখেছিলো,,,
আজিকার এই উলঙ্গ মুকুটের ধ্যানে।
যেদিন হতে মানুষ নাম নিয়েছে শপথের
মানুষ হবার মাটি ভেদি বাসনার।
সেদিন  হতে একের পর এক চড়
বসানো হয়েছে ভালবাসার প্রতিদানে।
মানুষ যে দাম দিচ্ছে প্রকৃতির
এক বন উজার করে দিয়ে দু হাতে
রাতের আঁধারে পাহাড় কেটে নিয়ে,,
স্তনের দাম দিচ্ছে স্তন কেটে।
তাই তো দামের বদলা দানের হস্ত
যেমন খুশি তেমন দান
চালাচ্ছে প্রকৃতি বদলের অভিলাষে হয়ে ব্যস্ত।