১)


বেলা শেষ হয়ে যাচ্ছে,,নিরুপমা
পাশ দিয়ে হন হন করে একটা কাক
উড়ে গেল,,,
সারাদিন ব্যস্ত দিনের পর
এখন যে ঘরে ফেরার পালা।
এখন এমনি ভাবে,,,
তোমার প্রেমে পড়ার পালা।


২)
বিদায় উৎসবে আমি যখন
গাছের পাতার কাছে
তখন গাছের পাতার রাত হয় নি,,
অক্সিজেন বিদায়ে খুবই ব্যস্ত সে,,
তারপরেও বলল কার্বন কতটুকু দিবেন আজ!
দিয়ে যান ,,দিয়ে যান।


৩)
আমি যখন তোমার সাথে কথা বলি
তখন পাশের নদীতে মাছ ধরার চরম মৌসুম,,
তরতাজা মাছ ধরার শব্দে কান আমার ব্যাকুল
আমি সেইবশব্দ নিয়ে কিছু বলতে যাব,,
অমনি কোথা থেকে রুমঝুম বৃষ্টি,
আহা,,সাদা বসন ভেজানো বৃষ্টি
যে বৃষ্টির জলে শুধু মাছের গায়ের গন্ধ।
মাছের জল প্রেমের,স্বাধীনতার গন্ধ।


৪)
এই যে একটু এদিকে,,
তোমাকে দেখব বিলেই পাশের মজা পুকুরেও
সাজিয়ে রেখেছি ফেনা ফুল,,
কি যে বল যে মাটিতে বাস করে অজস্র আত্মা
সেথায় বসিয়ে দিয়ছি সংগীত,,,
তোমাকে দেখব বলে,,
কি আর করা যায়,
বাতাসে বাস করে বাতাস দেখার
স্বাদ যে আমার অতি চিরন্তন।


৫)
আজ আর কথা বলবে না,,,
পাশের বাগানে  ফুলের শুয়ে পড়েছে বলে তুমিও ঘুমে,,,
কত ঘুমাও গো তুমি,,
এক রাজ্যের ঘুম কে তোমাকে দিল উপহার,,,
বুকের ভেতর জাগিয়ে রেখেছ যাকে,,,
সে কি তোমাকে ঘুমাতে দেয়,,,
নাকি অন্ধকার হয়ে গেলেও পৃথিবী,,,
আলোকিত থাকে তোমার সব।


৬)
এমন করে লিখো যদি কিছু,,,
তাহলে বেশ মন্দ নয়,,,
পাখিটাকে আপাতত কয়দিন পাঠাব ঘরে,,
নির্জন বনে বেধেই ফেলব একটা ঘর,,,
যে ঘর কেউ থাকবে না আমার,,
শুধু প্রেম ছাড়া।