১)
প্রেম,তোমার বাড়িতেই আমার যাবার কথা ছিল,,,
যেভাবে মেঘ উড়ে আসে আকাশে,,ঠিক সেভাবে।
জানি না তুমি কেমন করে আমাকে গ্রহণ করতে,,
আমি কি বর্ষা কালের ছাদ ফুটো মেঘ হতাম,,
আমি কি কলা পাতায় বৃষ্টি ঝড়ার মত,,
তোমার গাল বেমে নেমে যেতাম নিচে,,,
নাকি বৈশাখের উঠোনে
পাকা ধানের উপর এক দলা মেঘ দেখেই
ধুর ধুর করে ছাতা হাতে তাড়িয়ে দিতে আমায়
আমি পাগল হয়ে আশ্রয় নিতাম মাটি হয়ে আকাশ ধরা পাহাড়ে,
আমি বরফ হয়ে বসে থাকতাম কৈলাস হতে কাঞ্চণজঙ্গায়,
বসে থাকতাম তোমার অপেক্ষায়,,
কবে ডাকবে তুমি আমায়,তোমার কাছে
কবে ডাকবে তুমি আমাকে
তোমার অন্তরে।
অপেক্ষায় অপেক্ষায় যখন ধৈর্যচ্যুতির পালা
ঠিক তখনি আমি শিলাবৃষ্টি,,
জলোচ্ছাসের জলে আমার কালীকা খরগ,,
আমার তেজে দাউ দাউ করে জ্বলে উঠা দাবানল,,
পাতালে পাতালে ভুমিকম্প,,
মানুষেত বেশে মানুষ ধরার পশু পেশা,,,
প্রেম আমি তোমার জন্যেই তোমার দুয়ারে হয়েছিলাম ভুখা ভিখারী,,
তোমার জন্যেই নিয়েছিলাম যোগী বেশ সিংহাসন ছেড়ে,,
তোমার জন্যই আবার আমি
ছেড়ে দিব শৃঙ্গ,,,
জল হয়ে নেমে যাব,,,
গঙ্গায়,যমুনায়,পদ্মায় মধুমতিতে,,
আমি ঘাটে ঘাটে জল হয়ে ধুয়ে দিব
কোটি কোটি মানুষের পা,,
ঘরে ঘরে পৌছে যাব মিনারেল বোতলে।
তৃষ্ণার্তের বুকে মিশে গিয়ে খুজব আমি তোমাকেই।


তুমি দেখা দিবেতো প্রেম
দেখা দিবেতো সেই মেয়েটির মত,,,
যাকে আমি দেখেছিলাম,
বৃন্দাবন কলেজের
বাংলা বৃন্দাবন ক্লাসে।
হেসে হেসে যে বলেছিল
আমি ইতালির নই,প্যারিসের নই
আমি হবিগঞ্জের মোনালিসা,,,
বাড়াতে জানিই শুধু তার পিপাসা
যে আমাকে ভালবাসে।
প্রেম আমি এখনো বসে আছি নদীর ঘাটে,,,তোমার বাড়িতে যাবার আশে।


২)
প্রতিটা রাত,,খুবই লম্বা
এর যেন শেষ নেই,,,
ওই যে শুরু হয়েছিল তার সমাপ্তি যেন
ঈশ্বর দিতেই ভুলে গেছেন।


অভাগীদের রাত লম্বাই হয়
অভাগীদের দুঃখ দীর্ঘই হয়।
ও দুঃখ বাইর থেকে যতটা আসে
তার চেয়ে বেশি জন্ম যে হয়
ভেতরের নানান আশায়
নানান ভালবাসায়।
ভালবাসায়।
অভাগীদের অদৃষ্ট দোষের ভালবাসায়।


৩)


আমি একটা বিজ্ঞাপন দিব,,
টিভিতে,পত্রিকায়,অনলাইনে
সব জায়গায়,সব খানে
একটা বিজ্ঞাপন
লাল রঙ্গের বিজ্ঞাপন।


যে বিজ্ঞাপনে লেখা থাকবে
আমি একটা বোবা মানুষ  চাই,,
আমি একটা বোবা মানুষ যে
হতে চাই
আমার মুখ কথা বলুক
তাতে কোন সমস্যা নেই।
তবে আমার অন্তর যেন কোন কথা না বলে
এমনকি আমাকে না বলায়,,
আমার অনিন্ত্রিত বাক যন্ত্রগুলি যেন
আমার ভেতর আর সামান্য আওয়াজও না তুলে।


পাবো কি এমন এক বোবা
এই পৃথিবীতে।
যে আমাকে শিখাবে,,
অন্তস্তলের অন্তর টাকে
বোবা করে
কেমনে হয় রাখিতে?


৪)


ভালো থাকা?
সেটা কবেই বিদায় নিয়েছে দুনিয়া থেকে,,,
আমি রাজপ্রাসাদে আছি?
আমি হাজার বাতির নিচে আছি?
আমি টেবিল ভরা খাবারের সামনে আছি,,
আমি বাগান ভরা ফুলের মাঝখানে আছি,,,


তবু কভু অনুভব করতে পারছি না
আমি ভালো আছি,,,
কারন আমি আত্মা হয়ে এখনো যে বাংলাদেশেই শুয়ে আছি,,
সংখ্যালঘু হয়ে
সংখ্যাগরিষ্ঠ দের দ্বারা ঘেরাও হয়ে আছি।