১)


এই যে কলম,, ভেতরে এত কালি,,,
এত রকমের কালি!!
তা দিয়ে কি করগো?
নিজে নিজে কিছু লিখতে পারো না,,,? নাকি আলোর পাশে ছায়ার বয়ান হতেই ভালো লাগে?
আর কতকাল মানুষের অঙ্গুলির ঈশারায় লিখে যাবে নানান কিছু,,খালি করে যাবে নিজের প্রাণের সম্পদ?
আর কতকাল?
কেউ তোমাকে দিয়ে লিখালো,,,
আমি তোমাকে ভালবাসি!!!
আর তুমি তাই লিখে যাবে?
নিজের কর্তব্যের কথা একটুও ভাববে না?
যে আসলেই ভালবাসা বলে আছে কিনা কোথাও?
আচ্ছা তোমাকে দিয়ে কেউ মদের গায়ে
লিখিয়ে দিলো,,
পবিত্র সুরা,,,
তাও তুমি লিখবে?


ছি কলম ছি!!!
আর কতকাল এমন রবে?
নিজের ভেতরের ধন নিয়ে
নিজেই কবে কাজে নামবে?
নিজেই কবে লিখবে,,,আপনার রক্তে
আপনার বয়ান?
কবে কলম কবে?


২)
এই জাগবে?
জাগো না,,,দেখ দেখ বাইরে মৃদু বাতাসেই
একটি পাতা আরেকটি পাতাকে কেমন করে ছুইছে
আর তুমি ঘুমাচ্ছ?
পাতা খেলা শিখবে? এই,,,,
জাগো না,,,আচ্ছা ঠিক আছে
তুমি একটু পাতা খেলা শিখিয়ে দাও না আমায়?
ধুত্তুরি আমি কাকে কি বলছি,,,!!
শুনো মহিষাসুরের সামনে এবার আমি দাড়ালে,,
দেখবে বেটা তলোয়ার ফেলে দিয়ে
ফুল নিয়ে দাঁড়িয়ে আছে,,,
আর তুমি,,,পাশে বালিশ রেখে ঘুমাচ্ছ!!!
কাল থেকে আমি মহিষাসুর খুঁজব,,,
পাড়ায় পাড়ায় বিলবোর্ডে লাল ঠোট নিয়ে দাঁড়াব,,,
বেলুনের ভেতরে আমার মোবাইল নাম্বার লিখে উড়িয়ে দেব বাতাসে,,,
কোন রাক্ষসের হাতে অবশ্যই পড়বে তা,,,
তখন দেখবে,,ঘুম কাকে বলে?
এই জাগো না,,,সোনা?
ইসরে,,,
আমি কিন্তু বৃষ্টি হব,,,
তোমার বিছানা ভিজিয়ে দেব,,,?
আগুন হব,,,পুড়ে দেব সব তোমার!!
আমি কিন্তু নাগিন হতে পারি,,,
ছুবল দিয়ে ধ্বংস করে দেব সব,,,
দরকার পড়লে মুয়রী হয়ে
ঝাপিয়ে পড়ব তোমার উপর,,,
তারপরেও জাগবে না?


তোমার কলমের ভেতর
আমার বুকের রক্ত ঢুকিয়ে দিব,,,
দেখি কাল থেকে কি লিখ?
কবিতা?
না না এই রক্তে কবিতা লিখা যায় না,,,
কবিতা হওয়া যায়।
আর মৃত পুতুল পাশে প্রাণ হয়ে
পুতুল জীবনের অভিশাপ বুঝা যায়,,,
যাও আমি ঘুমালাম,,,
জেগে গেলে তুমি আমার ঘুম টাই দেখিও
তোমার সারা দিনের ক্লান্ত দেহে,,,
আর কানের কাছে নিজে নিজেই শুনিও,,,
কোথাও কোন ঘন্টি বেজেছিল,
কোথাও কোন জলোচ্ছ্বাস এসেছিলো,,,


৩)
কোন গোপন কষ্ট,,,যা বলতে পারো না দরজাকে,,?
কোন গোপন ব্যথা,,যা আর যাচ্ছে না রাখা আলমারিতে?
কোন গোপন ইচ্ছে,, যা আর দেখা যাচ্ছে না একাএকা দাঁড়িয়ে,,একাকি আয়নাতে?


আছে কি এমন কিছু ধ্বনি?
আছে কি এমন কোন ভাষা কন্ঠ নালিতে লেগে,,যাকে আর যাচ্ছে না ঢাকা ঠোটের শাসনে?
বল,, বল তুমি,,,
আছে কি এমন গান,,,যা স্বরলিপিতে এনেছে তুফান,,
অপেক্ষা শুধু সরস্বতীপূজার,,?
আছে কি এমন কিছু তোমার ঝুলিতে,,
যা আজো জানা হই না সম্মুখে দাঁড় করায়ে,,,
ডাকো তারে আজ,, ডাকো তারে এক্ষুনি,,,
বল আমাকে যাহা মনে মনে কভু তুমি শুননি,,,
তোমার কথাই শুননি!
ডাকো,,ডাকো,, হ্যা ডাকো তাকে এক্ষুনি


৪)


তোমার লুঙ্গির উপরে আমি চিল হয়ে বসব,,,
দিনে গোপনে,,রাতে প্রকাশ্যে এসে বসব,,
পাহাড় বানিয়ে রেখেছ যে লিঙ্গ সেথায়,
তা থেকে ধাতু নয়,,
সত্যিকারের পুরুষ আমি ছোঁ মেরে নিব,,


৫)
মালা যে বেচে মালার দামে,,
কয়টি মালা পরে দেখেছে সে গলে?
কয়টি মালা নিয়েছে সে বুকে জড়ায়ে,,
কয়টি মালা শুধু তার ছোঁয়া না পেয়ে,,,
অভিমানে দাঁড়িয়েছে ক্রেতার সম্মুখে!!


৭)
ইস মাগীর হাটা দেখ,,,
যেন মাটি ফাটিয়ে,, জল বের করে খাবে চুষে চুষে,,,
গাছের শেকড়ে নিজের মাই লাগিয়ে রস বাড়িয়ে দিবে গাছের,,,
পোস্টারের ছিপা গলিতে নিয়ে ইচ্ছেমত চুমাবে নষ্ট পুরুষ,,,
রাত ভর দেহটার মাংস খাওয়াবে
শার্ট প্যান্ট ওয়ালা বাবুদের,,,
কি লো মাংস বেঁচলে উদরের ভাত  জুটে,,,?
রাতের কথা বললে গোপনে,,,
প্রকাশ্যে শ্বাস নিতে পারিস তাদেরই সাথে?
নাকি দেহের দরে প্রাণটাই একটু বাঁচে,,,?
দে দে প্রাণকে একটু বাঁচিয়ে দে,,
দেহটা তো একদিন এমনিইই খাবে
পোকা মাকড় নতুবা অনলে।
তবু তো দুনিয়াটার ঢং দেখিলে!!!


###########$##########
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১৮/১২/১৭