১)
আজ নীতির বাজ পাখিরা লাগাম লাগিয়ে ঘুমাচ্ছে মুখে


কোকিল মন্য কাক পাখির গলায়ও বেশ বড় পাথর,,,


ওই স্বার্থ ভুমির নিস্বার্থ তিলকধারী কবির কলমে
শুধু তার বিশুদ্ধ নীল বীর্য,,,


সড়ক পথে অসংখ্য পতিত লাশ
ওই সুশীল নামের মুখোশ পুজারীদের,,


যে নায়িকা মঞ্চে নেঁচেছিল ভৈরবী তালে,,,তার গাল ভর্তি আজ মাংস,,,


ঔপন্যাসিকের চোখে আজ শুধু মৃত গরুর লাল লাল সুস্বাদু মাংস,,


ওই অসভ্য জানোয়ার বালুভুমির সাধকদের মন
কেবল দ্রৌপদীর বস্ত্রে।


তবু সেই হনুমন্য ধনুরা তীর ভুলিল
শাস্ত্রে?
তারা কি সত্যি সাধক,,নাকি
ভক্ষক,,,তক্ষক রক্ষক নামে!


২)
মাটির ধুলির আশ্রয়ে প্রশ্রয়ে আমি সাহস পাই,,
মনে হয় যেন রাজ দন্ড নিয়ে দাঁড়িয়ে আছি রাজ্য ভার লয়ে।
আমি সুখী,,আমি উন্মাদ,,আমি পাগল,, আমি কখনো সভ্য কখনো অসভ্য,,কখনো পাপী কখনো অপাপী,,আমি ভীরু আমি সাহসী,,,আমি উত্তাল আমি মাতাল,,,আমার চরণে নমে যায় সব অকাল।
আমি শির তুলিয়া শিশির চুমুক দেই ঈশ্বরে।
আমি কথার চলে শর্ত চালাই ভগবানে।
আমি নিশ্চুপ থাকিয়াই ধ্যাম ভাঙ্গাই নটরাজের
আমি প্রলয় আনিয়া ঘুম ভাঙাই নিদ্রিত মানবের।


আম নির্বাচনের নামে নির্বাসনে পাঠাই সকল কুয়াশা,,,
আমি বাঁশী বাজাই মনে মনে ছড়িয়ে দেই আশা।


আমি শক্ত,আমি ভক্ত
আমি নম্র আমি উগ্র
আমি লাশ আমি বিকাশ
আমি বেকার আমি প্রয়াস
আমাতেই গড়ি আমি দেবতা
দেবতা পূজিবারে,,,
আমাতে চিনে নেই অসুর
অসুর বধিবারে।
আমি গোপনে বড় হওয়া গোকুল নিবাসী
সকল কংস হানিবারে।


৩)রাজীব বেশ ভালোই করেছ এই পৃথিবী থেকে চলে গিয়ে,,,
ভাই কী আর করবে,,,
বড় হতে হতে আমরা সবাই মানুষ নয়,,হয় হয়েছি ধার্মিক নতুবা অমানুষ,,
আমাদের বিবেকের দরজা,নীতির জানালা,,সব বন্ধ
জানো রাজীব,,আজ সকালে যখনন তোমার সংবাদ টা পড়ছিলাম,,তখন হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হচ্ছিলো,,
কোথায় যেন মনে হচ্ছিলো আমি মারা গেলাম,,
বিদায় নিলাম তোমার সাথে,,,
এই নগর, এই ব্যস্ত সভ্যতার ব্যস্ত মানুষগুলির সাথে আর না,রাজীব আর না,,
এই দেখ আসিফা নামের এক বালিকাকে রেহাই দেয় না এই ভদ্র সভ্যতা,,,
তাকে নিয়ে নীতি নয় রাজনীতির ফায়দা নিতে ব্যস্ত সকল মানুষ,,,
তুমি তো জানোই নাসির নগরে কী হয়,,কী হয় রামুতে!
এখানেও কোন সভ্যতা নেই রাজীব,,
সবাই ট্রাক চালিয়ে দেয় যে যার উপরে,,,
পথে পথে পিষে ফেলে দেয় সকল নিরীহ প্রাণ,,,
তোমার মত আমরাও মারা যাচ্ছি রাজীব প্রতিদিন,,,
প্রতিদিন একটি কতে নীতি হারাচ্ছি বিবেক থেকে,,
প্রতিদিন একটু করে অসভ্য হচ্ছি সভ্যতার নামে,
প্রতিদিন একটু করে পশু হচ্ছি ধর্মের বেড়াজালে,,
প্রতিদিন একটু করে বর্বর হচ্ছি উর্বর মস্তিকের খোলসে,,,
কেন রাজীব,,,?  কেন?
কেন এই আগ্রাসন,, মৃত্যু আগ্রাসন চারদিকে,,
তুমি পত্রিকার পাতায় এসেছিলে বলে,,কেঁদে উঠে মন্ত্রী,,নতুবা গুগুল সার্চেও উদাও মাননীয়,,,
তুমি রেডিও তে এসেছিলে বলে ডাক্তারদের চোখে জল, নতুবা কসাইয়ের চাকুতে সবাই বেশ দক্ষ,,,
তুমি টিভিতে এসেছিলে বলে,,সকল সুশীল সরব,,নীরবতার প্রার্থনা ভেঙ্গে,,
নতুবা আপনার চরকায় তেলেত জাহাজ নিয়ে সবাই মগ্ন।
রাজীব তুমি জনসম্মুখে এসেছিলে বলে সবাই কাঁদে,,সবাই যায় মনুষ্য কুঞ্জে,,
নতুবা জিহাদ,মনির,রাকেস,পূজা,আসিফা,ত্বকি,,,এগুলি এই সমাজ থেকেও জন্ম নেয় বারে বারে,,,
যেভাবে তুমিও জন্ম নিলে এভাবে এই ডিজিটাল নগরে,,,
বিদায় নয় রাজীব,, বিদায় নয়,,
দায় দিয়ে গেলে যে কাঁধে,,
এই বোধে যেন লজ্জা পায় পৃথিবী
মনুষ্য নিয়ে।