১)
তুমি ঘুমাবে বলেই আমি
জেগে জেগে হাজারটা গ্রহ ঘুরে
এক ঘুম নিয়ে এসেছি,,,
পাতার রন্ধ্র পথে শ্বাসে শ্বাসে
দিয়েছি ঘুমের ঔষধ,,,
এর পর থেকেই,,
পাথর ঘুমায়,ফুল ঘুমায়,জল ঘুমায়,,
সব কিছুই ঘুমায় আমার বুকে।
আর আমি?
কেবলি জেগে রইলাম
তোমাকে নিয়ে,,শুধু তোমাকে।


২)
আমাকে ধানের পঁচা গন্ধে মিশিয়ে দিও
আমি সুগন্ধি আতর হয়ে আসব ফিরে,,
কভু যদি মনে কর,,নর্দমায় রাখলেও হবে খুশি
তাই করিও,,ঠিক তোমার চোখের উপর লেগে থাকা
নানান রঙ গুলির নানান স্বপনের মত,,
স্বপন তোমার পূর্ণ হউক,,এই প্রার্থনা করেই
ধুপ হয়ে জ্বলব সেথায়,এই দুনিয়ায় মন্দির আছে যত।


৩)
রাত জেগেছে পুড় খাওয়া চোখ
আলোর সম্মুখে,,,কিন্তু একি,
কি যেন অন্ধকার বসে আছে কোথায়!
সে কি জীবনের রঙ
লেগে আছে মনে,,
নাকি লেগে গেছে মনে!


৪)
তোমার হাতের হাতকড়ায় আমার হাত ঢুকিয়ে
সাতকাহন লিখে দিলাম জীবনের,,,।
চলন্ত ট্রেন হতে ঝাপ দিলাম দুজনে,,,
এই ট্রেনের জীবন,, নিয়ে যাবে ট্রেনের গন্তুব্যে।
কিন্তু আমাদের ঠিকানা যে এ নয়।


৫)
জানি অনেক কথাই চলে গেছে শ্মশানে
আবার কিছু কথা নিয়ে গেছে চিল,,,
আমি সেই কথার ভাগার থেকে লাল পদ্ম নিয়ে
দাড়াতে যাচ্ছি দেবালয়ে,,,
মুখ বন্ধ হলেই যে জবান বন্ধ হয় না দেবী।
মন্ত্র পড়া বুলিই,,রূপ নিবে রাজ বিদ্রোহে,,
শান্তির সুরাটাই একদিন মিছিল দিবে
প্ল্যাকার্ড প্যাস্টুনে,,
আকাশের দিকে চোখ তুলে,,।