১)
এই যে,,,, চিত্তরাজ
এদিকে তোমার বাড়ির
উড়ন্ত পাখিটা এসে যে দুদুবার
দুটো ফুল দিয়ে গেলো ,
তাও তোমার ফুলদানি থেকে
সেদিকে ক তোমার খেয়াল আছে?
নাকি ডুগডুগি বাজিয়ে,,
সংসার গৃহে ফুলের চাষ করে যাচ্ছ
আর কত,,আর কত?


২)
তোমাকে প্রণাম করতেই
তোমার বাড়ির দেয়াল ভেঙ্গেছি,,ঠাকুর
তোমাকে একটু দেখব বলেই
হৃদয়ের বোরকা করেছি হরণ,,
এবার বলো পূন্য কি পাপের কারণ?


৩)
আমাকে দেখতে চাও,,তো দূরে চলে যাও
আমাকে কাছে পেতে চাও,,তো দূরে পাঠিয়ে দাও,,,,
প্রেম,মহব্বত,ভালবাসা, সোহাগ
কাছে এসে নয়,,,
দূর থেকেই ছিনিয়ে নিতে হয়।


৪)
আমি তো পুরুষ,,,
তবু তাকালে যখন
আমার চোখের দিকে,,রসে ভেজা নজরে,,,
আমার তখন লজ্জানত আখি,,মহাসুখে!
কি এক সরম পাখি তুলে নিলো আপন ডানায়,,,
উড়িয়ে দিল মর্ত্য থেকে স্বর্গে,,
ওরে আমি মায়া আর সে যে ময়ামায়া
এই ভবের আঙ্গিনায়।


৫)
আজ তুমিও আমার সাথে আর কথা বলোনা,,,
তোমার পুস্তকের ভাষায় শব্দ সংখ্যার
শেষ শব্দটার কাছাকাছি,,হয়ত তুমি।
তোমার হাড়ির তলার কালিটা
হয়ত সরার উপরে করছে আক্রমন,,
কিন্তু আমার মেঘের রঙ এখনো ফর্সা,,,
ধবধবে কাশ সাদা,,,
আর আমার হৃদয়ের ভাষার
শব্দের যে কোন শেষ নেই,,,
আছে শুধু সূচনা,,,