১)
তুমি আমায় কাছে ডাকো নি
তবে আমি তোমায় ডেকেছিলাম,,
আমি তোমায় ইশারা করি নি,
তবে তোমার ইশারায় পড়েছিলাম
চুম্বক প্রেমে যে পড়েছি আমরা
তাই মিলনের জন্য এমন করেছিলাম


২)
যদি পারো জল হয়ে সাগরে ভাসতে থেকো,
যদি পারো বাতাস হয়ে ধরাতে মিশে থেকো
এ যে আর কিছু নয়,,
এ জল, এ বাতাস
সুখ দুখের অপর এক নাম
যা প্রেমে সদাই আকাশ করে,সাগর করে
পেয়ে থাকো।


৩)
দরজা খোলে দিলাম,,
না কেউ নেই সেথায়,,
জানলা খোলে দিলাম
না কেউ নেই সেথায়,,
তাহলে খট খট আওয়াজ
হচ্ছে কোথায়?
ও ভুলে গেলাম
আমার সাথে একটা মনও
বাস করে হেথায়।


৪)
আলো জ্বেলেছ, অন্ধকার যাবে চলে,,
ধুপ পুড়াচ্ছ,,দূর্গন্ধ যাবে সরে,,,
তবে প্রেমের ধুপ পুড়াও
আলোও জ্বালাও,,
অন্ধকার, দুর্গন্ধ সব,,,
আসবে চলে।


৫)
তুমি কুকুর লেলিয়ে দিয়েছ,,
দাও দাও কত আর কুকুর লেলিয়ে কুকুর তাড়াবে?
তুমি রোজ সকালে আমার নামে অভিশাপ দিচ্ছ,
শুনো মেয়ে শুনো
বিষ খেয়েও বেঁচে আছি
প্রেমিক হয়েও বেঁচে থাকব।


৬)
তুমি চোখ বন্ধ করো বলেই
আমি চোখ খোলে রাখি,,
তুমি দরজা বন্ধ করো বলেই
আমি দরজা খোলে রাখি,,
এ তোমার আমার প্রেম, ভালবাসার
সম্মানের ক্লাস,,
যা তোমার ঘরে আন্ধার দেখে
আলো হবার স্বপ্ন দেখি।


৭)
তোমার সাথে আমার
অনেক কথা আছে নিরুদ্দেশ,,
থাকো কোথায় তুমি,,?
শুনেছি মানুষ তোমাকে খুব বেশি পছন্দ করে,,
মনে মনে খোঁজেও বটে,,,,
কিন্তু পেলেতো,,,


তবে পাক আর না পাক,,
তাতে দুনিয়া থেমে থাকে না নিরুদ্দেশ,
এই যে আমি,,
তোমাকে যেমন খুঁজছি,,
ঠিক তেমনি করে খুজচ্ছি আমাকে,,
সন্ধান পেলে অযাযিত অতিথি হয়েই
একটু জানিয়ে যেও,,,
ঠিকানাটা কি দিব নিরুদ্দেশ?
পারবেত আমার বাড়িতে পৌছতে?