১)
জামাই বাবু না হয় দু এক বার বছর আসি
খেয়ে যান,,,নানান কিছু,,,।
তাই বলে মাটির নিচেও খুজতে হবে
কতটুকু নিচু বা উচু?
আদরে আপ্যায়নে যে মাটিতে থাকে জল,,
সেথায় উত্তাপেই বীজে আসে অঙ্কুরের বল।
ভেবো না জামাই শুধু যান খেয়ে,,
মমতার বন্ধণ টাও দিয়ে যান,,
আশীর্বাদ লয়ে।


২)না না,,আমি রোদ দেখতে যাব না,,
মেঘের নিচে আছি,,মাটিতে মিশে আছি,,এর চেয়ে উত্তম কপাল আমি চাই না,,
রোদের হাতে কিছুই নেই,,
কান্নাকে শুকিয়ে দিতে হয়ত সে জানে,,
কিন্তু হারাতে না,,কভু না।


৩)
সুন্দরতম হউক  প্রতিটা ভোর
আরো আরো আলোক ধারা ঢেলে দিক প্রতিটা মন,,
মানুষেত হাতেই নির্মিত হোক মাটির সকাল।
আকাশ হতে আসে যে ভোর
তা ফিরে যাক,, যাক সে আপনার পথে  
সৃষ্টিকর্তার সৃষ্টি স্বাদ মানুষও
বুঝক কিছু আপন মতে।


৪)
কীট কে দেখলে থু থু ফেলতেই হয়,,
কোন ভাবে মল মূত্রের আশ পাশ হলেই,,
নাক বন্ধ করতে হয়।
কিছু কিছু উদ্যান,ময়দান,এভিনিউ,মাঠ,মঞ্চ
এমকি চেয়ারের বক্তব্য শুনলে,,
থুথু ও ফেলতে হয়,,
নাকও বন্ধ করতে হয়।