১)


মেয়েটি কালো হতে পারে,,,,
কিন্তু তার চুল স্বপ্নের পরীদের
সজ্জিত আখির কাজলের মত,,,
তার কপালে যে চন্দন এর রয়েছে চিহ্ন
তা যেন আমার মনের এক স্থায়ী ঠিকানা  
তা চোখের পলকে যে কম্পিত হয় বাতাস,,,
তা আমার হৃদ কম্পনের সমতুল্য,,
মেয়েটি কালো হতে পারে ,
কিন্তু কচি বাঁশেরগাঁট এর মত কোমর নিয়ে
হেলছে দুলছে, ,,
কর্ণে তার অলংকার যুগলের মত
সামান্য কপালও যদি হত আমার
তাহলে ফিরিয়ে দিতাম,,বিধাতাকে,,,
শুনো আমি স্বর্গে যাচ্ছি না,,
স্বর্গের বদলে নাম জানিয়ে দাও
পাশে বসা মেয়েটি কি
সত্যি তোমার?


২)
দালান টি দাঁড়িয়ে আছে,,,
একেবারে পাহাড়ের মত,,
উপর দিয়ে তার রোদ যায়
তবু সে দাঁড়িয়ে  
মেঘ যায়,বাদল বয় ঘূর্ণি ঝড় হয়
তবু তবু সে দাঁড়িয়ে,,
দায়িত্বের জীবন যার কাঁধে,,
সে এমন দালানই হয়
দালান,,
যা কভু দিতে পারে না হেলান।


৩)
বই,,সে তো বাসে, ট্রামে, ট্রেনে বসেও পড়া যায়,,,
যদি বইয়ের সাথে,,,আর কিছু নয়।
শুধু সামান্য একটু প্রেম হয়,,,


তাহলে ঘড়ির কাটা চলুক
পাগলা ঘোড়ার পা একটুও না দাঁড়াক মুখে সামান্য ঘাস তুলার অপেক্ষায়,,
বইয়ের সাথে মগ্ন হতে,,
লুকিয়ে লুকিয়ে অনুভুতির প্রেম করতে কে আর থামায়!!


৪)


না না,,আমি রোদ দেখতে যাব না,,
মেঘের নিচে আছি,,মাটিতে মিশে আছি,,এর চেয়ে উত্তম কপাল আমি চাই না,,
রোদের হাতে কিছুই নেই,,
কান্নাকে শুকিয়ে দিতে হয়ত সে জানে,,
কিন্তু হারাতে না,,কভু না।


৫)
কেমন আছিসরে,,,
আজকাল কবিতা টবিতা কিছু লিখছিস না যে,,
কি রে সাগরের জল শুকিয়ে গেল নাকি
নাকি কলমের কালিতে পাথর মিশিয়ে রেখেছিস,,
শুন,,বদ্যি পাড়ার কালী মন্দিরটা আজ আর নেই,,,
কোথায় যে প্রার্থনা করব তোর জন্যে জানি না,,
সামনে নির্বাচন মরণও আসছে,,
তবে মন থেকে বলছি,,,
তোর বাতি কভু যেন না নিভে,,,


জানি আড়ালে আবডালে বসে থাকা আম,,
এক সময় অধিক মিষ্ট হয়ে প্রকাশ হয়,,,
তুইও তোর কলমের ভাষায় স্নান করবি,,আবার উচ্ছ্বাসে,,
আরো মিষ্টি সুরে গাইবি গান,
তবে এখন
ঘুমাচ্ছিস বুঝি,,
নাকি পাহাড় বুকে নিয়ে শুয়ে আছে সমতল,,
আকাশ ছোঁয়ার গান শুনবে বলে।


এমন প্রশ্ন পেয়ে,, কিছু পাথর বলেই ফেলল,,
আমি পাথর না হলে পথ, ঘাট,সভ্যতা পেতে কেমনে?
লাল ইট হেসেই উত্তর দিল,,,
আমি না পুড়লে এই প্রাসাদ কোথায় পেত ধরনী,,
লোহা মুচকি হাসিতে বলল,,,
আমি লোহা না হলে,,
তুমি আকাশে কিসে উড়তে মানুষ,,
কীভাবেই বা ভাসতে জাহাজে?
কীভাবেই বা স্বপ্ন দেখতে অগ্রিম সভ্যতার,,,
তলোয়ার যেমন আমি হই,,
তেমনি
কড়াই,ফুলদানী,সেতু,,তাও আমি হই।