১)


এই ত চলে এলে,,,
মাটির ভেতর হতে জেগে উঠা,,
বেত গাছের কচি পাতার মুখে পা দিয়েই এলে চলে,,,
কত দূর যাবে গো?
সামনে আগুনের মিলন মেলা,,
শ্মশানের চিৎকার,,
শকুনের পাখার শব্দ,,
সব অতিক্রম করতে পারবে ত?
বিশ্বাস নিয়ে শ্বাসের যে দম বাড়িয়েছ,,,
তা শ্বাস টাকে এভাবেই বাঁচিয়ে রাখবে ত,,
নাকি তুমিও ক্লান্ত হবে,,
তুমিও হারিয়ে যাবে হারানোদের দলে,,,!


বিজয় যে কভু আসে না
ক্লান্তির ঢলে।


২)


এ পথ অজানার এক নব লোহার উত্তাপ নেবার আয়োজন,,
এ পথে নিশ্চিত অনিশ্চিত সব স্বপ্ন,,,
সব আশারা এক কুয়াশার আড়ালে লুকোচুরি,,,


তবু এ পথেই ফুল ফোটে,,
এ পথেই স্বর্গ হয় আবিষ্কার,,,
এ পথেই সব অজানা হয় জানার মঞ্চ
কারণ এ পথে যে কেবল বীর হাটে,,,
কেবল বীর।


৩)


একটি সুখ কিনব বলে,,,
রকেট কে পাঠালাম আকাশে,,,
সব তারারা মেলা,,চাঁদের দেশ।
সুখ যে সব সেখানেই,,,
সব উপরে,,শুধু উপরে।
কিন্তু একি ঠিক তখনি যে
এই পৃথিবী গেল উলঠে,,


হায় উপর,,হায় তুমি কোথায়?
কোথায় আমার সুখ?